ওয়াশিংটন: আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে নিজের গাঁটের কড়ি খসিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। কিন্তু সেই টাকার পরিমাণ কয়েকশো কোটি নয়, কয়েক হাজার কোটি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে প্রায় ২৭০ কোটি ডলার খরচ করেছেন তিনি, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ হাজার ২৮৬ কোটি টাকা। এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে বড় রাজনৈতিক 'ডোনার' মাস্ক। (Elon Musk)
SpaceX ও Tesla-র কর্তা মাস্ক পৃথিবীর ধনীতম ব্যক্তি। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে গোড়া থেকেই ট্রাম্পকে সমর্থন করে আসছিলেন। ট্রাম্পের হয়ে প্রচারে টাকা ঢালা ছাড়াও, তিনি নিজে ট্রাম্পের জনসভায় অংশ নিয়েছেন। পুরস্কারস্বরূপ নিজের সরকারে মাস্ককে গুরুত্বপূর্ণ দায়িত্বও সঁপে দিয়েছেন ট্রাম্প। আর সেই আবহেই ট্রাম্পকে জেতাতে মোট কত টাকা ঢেলেছেন মাস্ক, সেই হিসেব সামনে এল। (Donald Trump)
ট্রাম্পকে জেতাতে মাস্ক যে বিপুল পরিমাণ খরচ করেছেন, তা আগে কখনও দেখা যায়নি, অন্তত ২০১০ সাল থেকে এত টাকার রাজনৈতিক অনুদান কোনও এক ব্যক্তির থেকে আসেনি বলে জানিয়েছে অলাভজনক সংস্থা OpenSecrets. The Washington Post জানিয়েছে, ট্রাম্পের আর এক স্পনসর টিম মেলন যেখানে ২০০ মিলিয়ন ডলার খরচ করেছেন, তাঁকে ছাপিয়ে গিয়েছেন মাস্ক। এতদিন টিমই রিপাবলিকানের সবচেয়ে বড় স্পনসর ছিলেন।
জানা গিয়েছে, নির্বাচনী প্রচার সংস্থা America PAC-কেই শুধু ২৩৮ মিলিয়ন ডলার দিয়েছেন মাস্ক। ট্রাম্পের প্রচারের জন্য মাস্কই ওই সংস্থার সূচনা করেন। পাশাপাশি, ট্রাম্পের ভাবমূর্তি উদ্ধারের দায়িত্ব ছিল যে দুই সংস্থার হাতে, সেই RBG, PAC-কে মাস্ক ২০ মিলিয়ন ডলার দিয়েছেন। নির্বাচন মিটে যাওয়ার পর থেকেই ট্রাম্পের সঙ্গে রয়েছেন মাস্ক। সেই নিয়ে যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বার্থের সংঘাত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
আগামী দিনে ট্রাম্প সরকারে মাস্কের গুরুত্ব বাড়তে চলেছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যেই মাস্ককে ফোন করে কথা বলেছেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজং। গাজায় হামাসের হাতে বন্দি ১০০ পণবন্দিকে উদ্ধার করতে যাতে ট্রাম্প সাহায্য করেন, সেই নিয়ে মাস্কের কাছে আবেদন জানান তিনি। যে যুদ্ধকে ঘিরে উত্তাল গোটা বিশ্ব, সেই নিয়ে কোনও দেশের প্রেসিডেন্ট এক শিল্পপতিকে ফোন করছেন, এমনটা আগে শোনা যায়নি বলে মত অনেকেরই। তাই আগামী দিনে ট্রাম্প সরকারে মাস্কের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।