Smartphones Under Rs 7000: লাভা ইয়ুভা ৪ ফোন (Lava Yuva 4) ভারতে লঞ্চ হয়েছে। এখানে একটি Unisoc T606 চিপসেট রয়েছে এই ফোনে। এছাড়াও এখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের (50 MP Camera) মেন রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনে ৮ মেগাপিক্সেলের (8 MP Front Camera) ফ্রন্ট ক্যামেরা সেনসরও রয়েছে। এর পাশাপাশি পাবেন ৫০০০ এমএইচ ব্যাটারি (5000 mAh)। লাভা ইয়ুভা ৩ ফোনের সাকসেসর হিসেবে লাভা ইয়ুভা ৪ ফোন লঞ্চ হয়েছে। দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে এবং এক্সক্লুসিভ ভাবে কেনা যাবে অফলাইন রিটেলারদের থেকে। ফোনের সাইডের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে।
লাভা ইয়ুভা ৪ ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৭৪৯৯ টাকা। গ্লসি ব্যাঙ্ক, গ্লসি পার্পল এবং গ্লসি হোয়াইট- এই তিন রঙে লঞ্চ হয়েছে লাভা ইয়ুভা ৪ ফোন। এক বছরের ওয়ারেন্টি এবং ফ্রি হোম সার্ভিস পাবেন এই ফোনের ক্ষেত্রে।
লাভা ইয়ুভা ৪ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্স- এর সাপোর্টে এই ফোন পরিচালিত হবে।
- লাভা ইয়ুভা ৪ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে চকচকে ডিজাইন।
- ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউট রয়েছে। সেখানে রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
আরও পড়ুন- ভারতে আইকিউওও ১৩ ফোনের দাম কত হতে পারে? কী কী ফিচার থাকতে চলেছে এই মডেল?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।