এতদিন চলছিল তর্জন-গর্জন। এবার সরাসরি পরমাণু বোমার হুঁশিয়ারি । পাকিস্তানি কট্টরপন্থী নেতার পর এবার বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তার গলাতেও ভারতকে পরমাণু বোমা হামলার হুমকি। বিজয় দিবসের সভায় ভাষণ দিতে গিয়ে ভারতকে নিশানা করেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা। অলি আহমেদ এর কথায় স্পষ্ট পাকিস্তানের ওপর কতটা ভরসা রাখতে শুরু করে দিয়েছে তারা। কদর্য ভাষায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে বললেন, 'যে ভারত ১৫ বছর বাংলাদেশকে গাভী হিসেবে ব্যবহার করেছে, সেই ভারতে গিয়ে আশ্রয় নিল। আমাদেরও অনেক বন্ধু রাষ্ট্র আছে, যাদের কাছে নিউক্লিয়ার বম্ব আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চুষব, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বম্ব লঞ্চ করা হবে।'
হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বদলে গিয়েছে বাংলাদেশের ছবিটা। আর এই পাল্টে যাওয়া বাংলাদেশে পড়ে আছে ভারতের প্রতি রাশি রাশি ঘৃণা। সেই ঘৃণা থেকেই এবার বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তার নিশানা ভারতকে। খোদ নরেন্দ্র মোদিকেও নিশানা করতে ছাড়েননি বাংলাদেশের লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান। 'মোদিকে বলব, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের ওপরে। বাংলাদেশের সঙ্গে পাঙ্গা নিলে এটা খুব কস্টলি হবে।'
শুধু প্রাক্তন সেনাকর্তা নন, বাংলাদেশের ছাত্রনেতার গলাতেও অনুরূপ ভারত বিদ্বেষ। ভারতের প্রধানমন্ত্রীকে নিশানা করলেন বাংলাদেশের ছাত্রনেতা। বাংলাদেশের টেলিভিশন চ্যানেল ‘এখন TV’-তে এক ভাষণে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী। বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়লে কাউকে ছেড়ে কথা বলা হবে না'
এখন প্রশ্ন বারবার কার ভরসায় ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে সে দেশের মৌলবাদীরা ? কিছুদিন আগেই এক পাকিস্তানি কট্টরপন্থী নেতার গলায় শোনা গিয়েছিল, পারমাণবিক শক্তি দিয়েও বাংলাদেশের পাশে থাকার বার্তা। ইউনূস সরকার ক্ষমতায় আসার পরেই বাংলাদেশে একটু একটু বেড়েছে পাকিস্তানের তৎপরতা। পাকিস্তানিদের ভিসা দেওয়ার নিয়ম শিথিল করা, জিন্নাকে বাংলাদেশের জনক ঘোষণার দাবি তোলা থেকে শুরু করে ১৯৭১-এর পর এই প্রথম চট্টগ্রাম বন্দরে এসে নোঙড় করেছে পাকিস্তানি জাহাজ। সবমিলিয়ে বাংলাদেশের এই হুমকির পেছনে কোনও তৃতীয় শক্তির ওপর ভরসার বিষয়টি স্পষ্ট ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।