ঢাকা: হিংসা, অশান্তিকে সামনে রেখে নির্বাচন বয়কট করেছে বিরোধীরা। সেই আবহেই রবিবার ভোটগ্রহণ শুরু হয়েছে পড়শি দেশ বাংলাদেশে। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ক্ষমতায় ফেরা একরকম নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা (Bangladesh General Elections 2024)। সেই আবহেই একজনের কথা বিশেষ ভাবে উঠে আসছে। তিনি দেশের প্রথম রূপান্তরকামী রাজনীতিক, এবারের নির্বাচনের নির্দল প্রার্থী, আনোয়ারা ইসলাম রানি (Anowara Islam Rani )।
বাংলাদেশের ১২তম সাধারণ নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে, দেশের উত্তরের রংপুর-৩ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ারা। এই প্রথম কোনও রূপান্তরকামী সেদেশের সাধারণ নির্বাচনে অংশ নিলেন। সেই কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন আনোয়ারা। তাঁকে ইতিমধ্যেই পরিবর্তনের প্রতীক হিসেবে দেখতে শুরু করেছেন অনেকে। আনোয়ারার হাত ধরে বাংলাদেশে রাজনৈতিক বিবর্তনও শুরু হয়ে গিয়েছে বলে মত কারও কারও। (Bangladesh Elections 2024:)
বাংলাদেশে নথিভুক্ত ভোটদাতা হিসেবে ৮৪৯ জন রূপান্তরকামীর নাম রয়েছে। তাঁদের হয়েই প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ারা। আনোয়ারা রংপুর ন্যায় অধিকার রূপান্তরকামী উন্নয়নের সভাপতি। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত তিনি। দেশের নির্বাচন সেক্রেট্যারিয়টের অতিরিক্ত সচিব অশোককুমার দেবনাথ জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনও রূপান্তরকামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁকে ঘিরে আশা দেখছেন অনেকেই। অশোককুমারের কাছেই মনোনয়নপত্র জমা দেন আনোয়ারা।
তবে রূপান্তরকামী সমাজের প্রতিনিধি হলেও, রংপুর-৩ কেন্দ্রের সার্বিক উন্নয়নকে সামনে রেখেই নির্বাচনে নাম লিখিয়েছেন আনোয়ারা। তাঁর দাবি, বছরের পর বছর ধরে সরকার পাল্টে এলেও, রংপুর বরাবর অবহেলিত থেকে গিয়েছে। সেখানকার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থেই নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে নাম লিখিয়েছেন তিনি। মানুষের সমর্থন পেলে উন্নয়নের দাবিতে আন্দোলনেও নামবেন বলে জানিয়েছেন। প্রচারেও কোনও খামতি রাখেননি আনোয়ারা।
বাংলাদেশের নির্বাচন ঘিরে হিংসা, অশান্তি জারি রয়েছে। রবিবার সকালেও জোর করে ব্যালটে সিল করে দেওয়ার অভিযোগ সামনে আসে। এক কেন্দ্রে ভোট বাতিল করতে হয়। হিংসা এবং অশান্তিকে সামনে রেখে এমনিতেই এবারের ভোট বয়কট করেছে দেশের প্রধআন বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (BNP). সেই আবহেই ৮ লক্ষ বাহিনী নামিয়ে ভোটগ্রহণ চলছে। প্রায় ১২ কোটি মানুষ ভোটদান করছেন। মোট প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৭২.