কলকাতা : নৈরাজ্যের  বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছেই। কখনও বাড়িতে ঢুকে খুন করা হচ্ছে  সনাতন জাগরণ মঞ্চের এক নেতার মা-কে, কখনও আবার অসহায় হিন্দু দুই বোনের জমি কেড়ে নেওয়া হচ্ছে জোর করে। এখানেই শেষ নয়, ইউনূসের শাসনে নিপীড়নের লাইভস্ট্রিমিং করায় গ্রেফতার করা হয়েছে  হিন্দু যুবককে। মন্দিরে ভাঙচুর তো চলছেই। রোজ। শুধু হিন্দু - আক্রোশের রেশ ছড়িয়ে পড়ছে।   


যেমন রাজশাহির  সুপ্রিয়া সরকার। আক্রান্ত একদন উগ্রবাদীদের হাতে। দুই বোনে মিলে থাকতেন। এবার তাঁদের থেকে বলপূর্বক কেড়ে নেওয়া হল শেষ সম্বল জমিটুকু, চরম অসম্মানের সঙ্গে। অভিযোগ, তাঁর জমিই দখল করে নিতে আসে মুসলিম সম্প্রদায়ের লোকজন। বাধা দিতে গেলে মহিলার জমিতে থাকা গাছ কেটে ফেলে মুখ বেঁধে রাখে দুষ্কৃতীরা। একটি ভিডিওতে দেখা গিয়েছে, ওই মহিলা আর্তনাদ করছেন। 'মুসলিম কান্ট্রিতে হিন্দুর কোনও জায়গা নেই। আমি হিন্দু বলে আমার কোনও জায়গা নেই?  একবার দখল করেছে। আবার এসেছে দখল করতে। এই দেখ সব মুখ বেঁধে বেঁধে এসেছে সব দেখ। এর আগে আমার মা একা বাড়িতে ছিল। বাড়িতে মেরে দিয়ে সব দখল করে নিয়েছে।' ক্যামেরার সামনে শোনা গেল তাঁর কাতর আর্তনাদ। বাঁচার আর্তি । দুর্বৃত্তদের হাত থেকে নিজের ভিটেমাটি বাঁচানোর আর্তি করছেন! 


অন্যদিকে বৃহস্পতিবার রাতে ভাঙচুর চালানো হয় নেত্রকোনার নসিবপুর গ্রামের কালী মন্দিরে। শুক্রবার সকালে সবার নজরে পড়ে বিগ্রহ ভাঙা। মন্দিরের ভিতরে আগুনও লাগানো হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে তদন্তের দাবি করেছেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জ্ঞানেশ সরকার। অন্যদিকে, চট্টগ্রামে হিনদুদের একের পর এক বাড়ি ভাঙচুর, মন্দিরে তাণ্ডব চালানোর ছবি পোস্ট করেছে বিজেপি।


 একদিকে যখন বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্য়াচার চলছে, চরমে উঠছে ভারত বিদ্বেষ, তখন ইঙ্গিতপূর্ণভাবে আরও কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান ! যে পাকিস্তানি সেনার অত্য়াচারের হাত থেকে পূর্ব পাকিস্তানের নাগরিকদের বাঁচাতে দিতে যুদ্ধে ঝাঁপিয়েছিল ভারত, সেই বাংলাদেশই আজ পাকিস্তানকে কাছে টানছে।


                       


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  


আরও পড়ুন :


 বাড়িতেই খুন চিন্ময়কৃষ্ণর ঘনিষ্ঠর মা, নৃশংস খুনের পর গলা থেকে খোলা হল তুলসিমালা !