মুম্বই: আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আসর। সেখানে ভারতীয় দলকে (Indian Cricket Team) পাঠানো হবে না, এই সিদ্ধান্তেই অনড় রয়েছে বিসিসিআই। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্তকেই পূর্ণ সমর্থন জানালেন ইউসুফ পাঠান। বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনে করেন, বোর্ড সবসময় প্লেয়ারদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়েই বারবার সচেতন থেকেছে। একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করার থেকে যা বেশি গুরুত্বপূর্ণ।


আগামী বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু দীর্ঘ টালবাহানার পর ও ভারতের না খেলতে আসার সিদ্ধান্তে অনড় থাকার পর শেষ পর্যন্ত সূত্রে খবর, ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নিয়েছে পাকিস্তান। সে দেশ ছাড়াও অন্যান্য দেশে সেক্ষেত্রে আয়োজিত হবে টুর্নামেন্ট। ইউসুফ বলছেন, ''প্লেয়ারদের নিরাপত্তার বিষয়টা বরাবর প্রাধান্য দিয়ে এসেছে বিসিসিআই। তাই ওঁদের সিদ্ধান্ত একেবারে সঠিক। বোর্ড দেশ ও দলের কথা ভেবে ও প্লেয়ারদের কথা ভেবেই পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।''


আইসিসি সূত্রে খবর, পাকিস্তান যদি পাকাপাকি হাইব্রিড মডেলের কথা মেনে নেয়, তবে ভারতের ম্যাচ হবে দুবাইয়ে। ফাইনালে ভারত উঠলে সেটিও হবে নিরপেক্ষ কেন্দ্রেই। ঠিক যেভাবে আয়োজিত হয়েছিল গত এশিয়া কাপ। তবে ২০২৭ সাল পর্যন্ত সমস্ত আইসিসি টুর্নামেন্টেই এই পদ্ধতি অবলম্বন করার ব্যাপারে সম্মত হয়েছে আইসিসি বোর্ড মেম্বাররা। শোনা যাচ্ছে, আইসিসি-র নবনিযুক্ত চেয়ারম্যান জয় শাহর সঙ্গে বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠকের পর এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার দুবাইয়ে আইসিসি-র হেড কোয়ার্টারে হয় এই বৈঠক।


নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে আইসিসি-র এক প্রতিনিধি সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'সবাই মিলে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছে যে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি সংযুক্ত আরব আমিরশাহি ও পাকিস্তানে মিলিয়ে আয়োজিত হবে। ভারত তাদের ম্য়াচগুলি খেলবে দুবাইয়ে। সব স্টেকহোল্ডারদের ভাগ্য জড়িয়ে এর সঙ্গে।'


ভারত-পাকিস্তান দ্বৈরথ এখন শুধুমাত্র আইসিসি ইভেন্ট ছাড়া আর দেখতে পাওয়া যায় না। এমনকী পাকিস্তানের মাটিতে ভারতীয় দলের সফরও প্রায় এক যুগের ওপরে বন্ধ। ভারত সরকারের ছাড়পত্র না মিললে এই বিষয়ে বিসিসিআইও কোনও হস্তক্ষেপ করতে পারবে না। তবে দু দেশের প্রাক্তন ক্রিকেটাররা বারবার এগিয়ে এসে দু দেশের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার বিষয়ে সওয়াল করেছেন। কিন্তু তাতেও এখনও পর্যন্ত বরফ গলেনি।