Bangladesh Violence: ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে সেনাশাসন জারি রয়েছে বাংলাদেশে। কিন্তু অশান্তি একচুলও কমেনি। বরং ক্রমশ চড়ছে আতঙ্কের পারদ। কার্যত প্রাণ হাতে করে প্রতিবেশী দেশ থেকে পালিয়ে বেঁচেছেন পার্থ অধিকারী। পুরুতের কাজ করতে গিয়েছিলেন সীমানা পেরিয়ে। তাঁর বাড়িতে গতকাল রাতে হামলা চালায় বিক্ষোভকারীরা। দরজায় পড়েছে কুড়ুলের কোপ। প্রাণ বাঁচাতে সারারাত নদীর ধারে গামছা পরে দাঁড়িয়েছিলেন পার্থবাবু। কোনওমতে প্রাণ বাঁচিয়ে ভারতে ফিরেছেন তিনি। হিলি সীমান্ত দিয়ে নিজের দেশে ফিরে নাক কান মুলে পার্থ অধিকারী বলেছেন আর কোনওদিন যাবেন না বাংলাদেশে। তিনি এও জানিয়েছেন ফেরার সময় রাস্তায় দেখেছেন পুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক গাড়ি। ভয়াবহ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা বাংলাদেশে। পার্থবাবু এও বলেছেন আতঙ্কে মাথা কাজ করছিল না তাঁর।
প্রধানমন্ত্রী পদ থেকে গতকালই ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশও ছেড়েছেন তিনি। সেনাশাসন জারি রয়েছে বাংলাদেশে। আর তারপর থেকেই ভয়াবহ পরিস্থিতি প্রতিবেশী দেশে। একের পর এক আওয়ামি লিগ নেতার বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সমানতালে চলছে লুঠ। হাসিনা সরকারের মন্ত্রীদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে একাধিক সরকারি দফতরে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে একের পর এক ভয়ঙ্কর ছবি, ভিডিও। লুঠতরাজ চলছে বিভিন্ন দোকান-বাজারে। পুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। হামলা চালানো হচ্ছে হাসিনা সরকারের একাধিক নেতা, মন্ত্রীর উপর।
বাংলাদেশ জুড়ে সেনা-পুলিশের উপর উন্মত্ত জনতার হামলা চলছে নাগাড়ে। ঢাকার সদর দফতর-সহ বাংলাদেশের শতাধিক থানায় হামলা। প্রতিবাদে বন্ধের ডাক বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় সংগঠনের। দেশত্যাগী শেখ হাসিনা, সেনার শাসনেও বাংলাদেশ জুড়ে নৈরাজ্য। কোথাও সেতু থেকে ঝুলছে মৃতদেহ, কোথাও হোটেলেই পুড়িয়ে খুন। অশান্তির ছবি বাংলাদেশের সর্বত্র। একদিনে বাংলাদেশে দেড়শোর বেশি মৃত্যু হয়েছে বলে খবর। যশোরে আওয়ামি লিগ নেতার হোটেলে আগুন, পুড়িয়ে ২৪ জনকে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন এক বিদেশি নাগরিকও। ঢাকায় একের পর এক সরকারি অফিস, মন্ত্রীদের বাড়িতে আগুন লাগিয়েছে বিক্ষোভকারীরা। বাংলাদেশের জেলায় জেলায় রাতভর সংঘর্ষ, চলেছে গুলিও।
আরও পড়ুন- কুমিল্লায় হামলার হাত থেকে রেহাই পেল না নাবালকও ! নতুন করে অশান্তি সাতক্ষীরায়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।