ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: জ্বলছে বাংলাদেশ। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরেও উন্নতি হয়নি পরিস্থিতি। ঢাকা-সহ অন্যান্য জেলাতেও রাতভর চলেছে সংঘর্ষ, গুলি। গতকাল একদিনে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে এদেশে আটকে রয়েছেন ওপার বাংলার বহু মানুষ। আবার বাংলাদেশেও আটকে হাজার হাজার ভারতীয়। গতকাল ভয়াবহ পরিস্থিতিতে বাতিল হয়ে যায় বিমান। পরে অবশ্য তা আবার চালু হয়েছে। 


চালু বিমান পরিষেবা: গতকাল বিকেল ৪টে ৪৬ থেকে বাংলাদেশ-ভারত বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত সেই নির্দেশ কার্যকর ছিল। গতকাল রাত ১২টা থেকে ফের উড়ান পরিষেবা চালু হয়েছে। এদিন সকালে ঢাকা এবং চট্টগ্রাম থেকে কলকাতায় বিমান এসে পৌঁছেছে। তবে নির্ধারিত সময়ের অনেকটাই দেরিতে চলছে বিমান। এদিন কলকাতা বিমানবন্দরে যাঁরা এসে পৌঁছেছেন তাঁরা জানাচ্ছেন গত কয়েকদিন ভয়াবহ কেটেছে তাঁদের দিন। বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। তবে গতকালের তুলনায় কিছুটা শান্ত এদিনের পরিস্থিতি। 


সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, ১৬ জুলাই থেকে গত ২১ দিনে বাংলাদেশে চারশো চল্লিশ জন প্রাণ হারিয়েছেন।  সকালে ঢাকায় বেশ কিছু সরকারি ভবন ও মন্ত্রীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। রাতে শেরপুর জেলে হামলা, জেল ভেঙে উধাও ৫১৮ জন বন্দি। এদের মধ্যে অন্তত ২০ জন জঙ্গি বলে খবর সূত্রের।  চট্টগ্রামের ৬টি থানায় আগুন, চলেছে লুঠপাট। 
খুলনায় আওয়ামি লিগের ২ নেতা-সহ ৩ জনকে পিটিয়ে মারা হয়েছে। নওগাঁয় খাদ্যমন্ত্রীর বাসভবনে ভাঙচুর চালিয়েছে উন্মত্ত জনতা। প্রথম আলো সূত্রে খবর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটিতে আওয়ামি লিগের অফিস ভাঙচুরের পাশাপাশি ফেনি, লক্ষ্মীপুরেও আওয়ামি লিগ নেতাদের বাড়ি ও অফিসে হামলা চালানো হয়েছে।


গতকাল যশোরে আওয়ামি লিগের নেতা শাহিন চাকলাদারের হোটেলে ৯ জনকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে। চাঁদপুরে দেবের ছবির সহ প্রযোজক সেলিম খান ও তাঁর ছেলে অভিনেতা শান্ত খানকে পিটিয়ে খুন করেছে উন্মত্ত জনতা। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরফি বিন মোর্তাজার বাড়িতে আগুন লাগিয়ে দেয় তারা।  এর মধ্যেই আজ সকাল ৬টায় তুলে নেওয়া হয়েছে দেশজোড়া কার্ফু। অফিস-আদালত-দোকান-বাজার-স্কুল-কলেজ খুলে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে বাংলাদেশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Bangladesh Update: চিকিৎসা করাতে এসে বিপাকে, এপার বাংলায় আটকে বহু বাংলাদেশি