Bangladesh News: অশান্তি থামছেই না বাংলাদেশে। নতুন করে অশান্ত সাতক্ষীরা। অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে জানা গিয়েছে, কুমিল্লা জেলায় আওয়ামি লিগের কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৬ জনের দেহ। হামলার হাত থেকে রেহাই পায়নি নাবালকও। জানা গিয়েছে, কুমিল্লার ততাস থানায় ২ পুলিশকর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। ভারতে আসার আগে ঢাকা বিমানবন্দরে বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী আটক। জানা যাচ্ছে, টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী আসতে পারেননি ভারতে। অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে যে ঢাকায় আওয়ামি লিগের কার্যালয়ে ফের হামলা করা হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার পুড়ে ছাই হয়ে গিয়েছে বিক্ষোভকারীদের তাণ্ডব, হামলায়। বাংলাদেশে আটকে রয়েছেন ১২ থেকে ১৩ হাজার ভারতীয়। এর মধ্যে রয়েছেন ৮ হাজার ছাত্র। তাঁদের বের করে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 


২৪ ঘণ্টারও বেশি সময় ধরে সেনাশাসন জারি রয়েছে বাংলাদেশে। গতকাল সেনাপ্রধান আশ্বাস দিয়েছিলেন। তবে আশ্বাসই সার। গতকাল থেকে আজকের মধ্যে মৃত্যু হয়েছে ১৫০ জনেরও বেশি মানুষের। ভাঙা হয়েছে একের পর এক সরকারি দফতর, কার্য্যালয়। ব্রিজের মধ্যে থেকে পুলিশের দেহ ঝুলিয়ে দেওয়ার মতো ভয়াবহ দৃশ্য প্রকাশ্যে এসেছে। যশোরে আওয়ামি লিগ নেতার হোটেলে আগুনের গ্রাসে জীবন্ত দগ্ধ হয়ে একাধিক বিদেশি সহ ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভাঙা হয়েছে একাধিক আওয়ামি লিগের নেতা, মন্ত্রীর বাড়ি। পুড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য ঘরবাড়ি। পিটিয়ে খুনের মতো ঘটনাও ঘটেছে। 


অন্যদিকে জানা গিয়েছে, বাংলাদেশ ছাড়ার আগেই আটক হয়েছেন হাসিনার মন্ত্রিসভার সদস্য। দিল্লি আসতে পারলেন না বাংলাদেশের প্রাক্তন টেলি-যোগাযোগ প্রতিমন্ত্রী। বিমানবন্দরেই প্রাক্তন মন্ত্রীকে আটকাল বাংলাদেশ সেনা। আটক হয়েছেন বাংলাদেশের প্রাক্তন টেলি-যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ২ সহযোগীকে নিয়ে দেশ ছাড়তে চেয়েছিলেন হাসিনার মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ঢাকার শাহজালাল বিমানবন্দরেই আটকে দেওয়া হয় জুনাইদ ও তাঁর ২ সঙ্গীকে। জুনাইদ সহ ৩ জনকেই রাখা হয়েছে ইমিগ্রেশন হেফাজতে। 


গতকাল প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে থেকেই জনরোষে অশান্ত বাংলাদেশ। লুঠ চলেছে গণভবনে। গতকালই হামলা চালানো হয়েছিল ঢাকার আওয়ামি লিগের কার্যালয় এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে। আজ ফের এই দুই জায়গায় হামলা চালায় বিক্ষোভকারীরা। ইতিমধ্যেই হামলা চালানো হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়ামেও। 


আরও পড়ুন- রাতে দরজায় কুড়ুলের কোপ, প্রাণ বাঁচাতে সারারাত গামছা পরে দাঁড়িয়ে নদীর ধারে 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।