নয়াদিল্লি: ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির (Vinod Kambli) সম্প্রতি এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখেই ভারতীয় প্রাক্তনীর উদ্বেগে নেটিজেনরা।
সম্প্রতি ভাইরাল ভিডিওতে বিনোদ কাম্বলিকে দেখে উদ্বেগের কারণ কী? সেই ভিডিওতে কাম্বলি নিজের পায়ে দাঁড়িয়ে থাকতেও সমস্যায় পড়ছেন, ঠিকভাবে হাঁটতেও পারছেন না তিনি। কোনওক্রমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বাইকে হেলান দিয়ে দাঁড়ানোর চেষ্টা করতে দেখা যায় তাঁকে। তাঁর এহেন অবস্থা দেখে সঙ্গে সঙ্গেই আশেপাশের কয়েকজন ব্যক্তি তাঁকে সাহায্য করার জন্য ছুটে আসেন এবং কাম্বলিকে তাঁর গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই কাম্বলির অবস্থা দেখে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ক্রিকেটমহল।
ভারতীয় প্রাক্তনী বিনোদ কাম্বলি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন। সাম্প্রতিক অতীতে নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে প্রকাশ্যে একাধিকবার তাঁকে কথা বলতেও শোনা যায়। শারীরিক সমস্যায় অতীতেও ভুগেছেন তিনি। ২০১৩ সালে চেম্বুর থেকে বান্দ্রায় ফেরার সময় হার্ট অ্যাটাক হয় কাম্বলির। তড়ঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার এক বছর আগে ধমনীর সমস্যাও ভোগেন তিনি। তাই কাম্বলিকে এহেন অবস্থায় দেখে ফের একবার তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে অনেকেই আবার মনে করছেন কাম্বলি মদ্যপ অবস্থায় থাকার ফলেই তাঁর নিজের পায়ে দাঁড়াতে সমস্যা হচ্ছে।
বিনোদ কাম্বলি ১৯৮৮ সালে প্রথমবার সকলে নজরে পড়েন। স্কুল ক্রিকেটে সচিন তেন্ডুলকরের সঙ্গে মিলে ৬৮৮ রানের বিশ্বরেকর্ড পার্টনারশিপ গড়েন তিনি। দুই টিনএজারই জাতীয় দলের হয়েও একসঙ্গে খেলার সুযোগ পান। ১৯৯১ সালে কাম্বলি জাতীয় দলের হয়ে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান। ১৯৯৩ সালে টেস্ট অভিষেক ঘটানোর পর তো আন্তর্জাতিক ক্রিকেটমহলে সাড়া ফেলে দেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই টেস্টে দ্বিশতরান হাঁকান বাঁ-হাতি ব্যাটার। দেশের হয়ে শতাধিক ওয়ান ডে এবং ১৭টি টেস্ট খেলেছেন এই প্রাক্তনী। তবে ২০০০ সালের পর আর জাতীয় দলের হয়ে সুযোগ পাননি তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।