কলকাতা: আজ বাংলাদেশে পালিত হচ্ছে বিজয় দিবস। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে ভারতের হাত ধরে স্বাধীন বাংলাদেশের জন্ম। রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের মধ্যে পালিত হচ্ছে আজকের দিনটি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামি লিগ সরকারের পতন ও ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্বভার নেওয়ার পর বাংলাদেশে এটাই প্রথম বিজয় দিবস উদ্‍যাপন। ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যার সূচনা হয়েছে। শহিদদের স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের। বাংলাদেশে বিজয় দিবস উপলক্ষ্যে দিনভর নানা কর্মসূচি রয়েছে।                  


এদিকে, এবার ভারত-বিদ্বেষের সুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শাহিদুজ্জামানের কথায়। ‘জিও নিউজ’কে উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদপত্র ‘যুগান্তর’ সূত্রে খবর, হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন শাহিদুজ্জামান। গতকাল ইসলামাবাদে পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব আর্টস (PNCA) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন বলেন, শেখ হাসিনার পতনের পরই মূলত পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পাওয়া যায়। বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দু’ দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতি ঘটেছে। বাংলাদেশ ও পাকিস্তান ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। আমাদের মধ্যে উত্থান-পতন হয়েছে। কিন্তু আমরা সবসময় বুঝেছি যে, আমাদের একে অপরকে প্রয়োজন।


আরও পড়ুন, বাবা মায়ের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সন্তানকে, ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন ওপারের বাসিন্দারা


যে ভারতের সাহায্যে বাংলাদেশের স্বাধীনতা, সেই ভারতেরই বিরোধিতায় ইউনূস! বিজয় দিবসের ভাষণে দিল্লি থেকে ইউরোপের দেশগুলির ভিসা অফিস ঢাকায় সরানোর পক্ষে সওয়াল করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ভাষণে ইউনূস বলেন, ইউরোপের যে সব দেশের ভিসার জন্য বাংলাদেশ দিল্লির ওপর নির্ভরশীল, সেগুলি সরাতে হবে। ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের ঢাকায় দূতাবাস সরানোর আর্জি জানানো হয়েছে। বিজয় দিবস উপলক্ষ্যে ভাষণে মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে