নয়াদিল্লি: বাংলাদেশের ( National Poet of Bangladesh) জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম (Kaji Nazrul Islam)। কাজী নজরুল ইসলামের ঢাকায় আগমনের তারিখ থেকে জাতীয় কবি ঘোষণা করা নিয়ে, সরকারি স্বীকৃতির (Muhammad Yunus Government) প্রত্যাশায় ছিল বাংলাদেশের মানুষ। মূলত অবিভক্ত ভারতের বর্ধমান জেলার আসানসোলে জন্মগ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম। যা এখন পশ্চিম বর্ধমান জেলা।১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে, বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবার সেই বঙ্গসন্তানকেই।
বাংলাদেশের মন্ত্রালয়ের তরফে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, 'ডিসেম্বরে অনুষ্ঠিত, উপদেষ্টা পারিষদের সভায়, অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে।' বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, কবি কাজী নজরুল ইসলাম ১৯৭২ সালের ২৪ মে , তৎকালীন সরকারি সহযোগিতায় সপরিবারে কলকাতা থেকে ঢাকায় চলে এসেছিলেন। সেসময় ঢাকার ধানমান্ডির (২৮ নং রোড) ৩৩০-বি-এর বাড়িটি বরাদ্দ হিসেবে পেয়েছিলেন। সেসময় কবিকে বাংলাদেশে নিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন বঙ্গবন্ধু মুজিবর রহমান।
১৯৭৫ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয় বাংলা সাহিত্য ও সংষ্কৃতিতে অসামান্য অবদানের জন্য, তাঁকে ডি.লিট ডিগ্রি প্রদান করে। ১৯৭৬ সালে তাঁকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। কবির জীবন শুরু হয়েছিল, খুবই সাধারণ পরিবেশে। স্কুল পার করার আগেই ১৯১৭ সালে তিনি বিট্রিশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামি শিক্ষায় শিক্ষিত হয়েও, তিনি বড় হয়েছিলেন ধর্ম নিরপেক্ষতা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে প্রকাশ পেয়েছিল বিদ্রোহী সত্তা। ১৯২২ সালে বিট্রিশ সরকার তাঁকে রাজদ্রোহিতার অপরাধের অভিযোগে কারাবন্দী করে রেখেছিল। তিনি সেসময় অবিভক্ত ভারতে বিদ্রোহী কবি নামে পরিচিত ছিলেন।
আরও পড়ুন, জঙ্গিদের ছাড়, জেলে সন্ন্যাসী ?
১৮৯৯ সালের ২৪ মে ভারতের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহাকুমার চুরুলিয়া গ্রামে, এক বাঙালি মুসলমান পরিবারে নজরুল ইসলামের জন্ম হয়। কবির ডাক ছিল 'দুখু মিয়া'। খুব ছোটবেলাতেই বাবাকে হারান। ১৯০৮ সালে কবির পিতার যখন মৃত্যু হয় তখন, তার বয়স মাত্র ৯ বছর। পিতার আকস্মিক মৃত্যু আর্থিক অনটনের সামনে পড়তে হয় তাকে ও তার পরিবারকে। শিক্ষাজীবন বাধার সম্মুখীন হয়। মাত্র ১০ বছর বয়সে পেটের জ্বালা মেটাতে কাজে নামতে হয় নজরুল ইসলামকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।