মালদা: রাজ্যে রাজনৈতিক খুনের বহর বেড়েই চলেছে। দুষ্কৃতীরা একেবারে দোরগড়ায় দাঁড়িয়ে তাক করে গুলি ছুঁড়ছে। তা সে পাণিহাটির তৃণমূল নেতা খুনের ঘটনাই হোক, কিংবা কিছু দিন আগের খাস কলকাতায় ঘটে যাওয়া শ্যুটআউট। এবার মালদায় প্রকাশ্যে গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা! ইতিমধ্যেই দলীয় নেতার হত্য্যাকাণ্ড নিয়ে পুলিশকে নিশানা মুখ্যমন্ত্রীর। তবে এই ঘটনার জন্য খোদ মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতায় খুন' !
মালদাকাণ্ডে শুভেন্দু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পদত্যাগ করা উচিত। দুলাল সরকার অত্যন্ত ভাল মানুষ ছিলেন। দীর্ঘদিন ধরে ওখানে চেয়ারম্যান ছিলেন। এইভাবে এর আগে গোপাল সাহাকেও গুলি করেছিল ২১ সালে। অত্যন্ত দুঃখজনক। ইমেজ বিল্ডাপ।ভোট শুরু করেছে ছাব্বিশের জন্য। আমি ভাল । সবাই খারাপ। এটা ওনার Old Theory.', তৃণমূল সুপ্রিমোকে নিশানা বিরোধী দলনেতার।
মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার মোট ৪, উদ্ধার করা হল আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, এর মধ্য়ে ২ জন বিহারের এবং ২ জন ইংরেজবাজারের বাসিন্দা। ধৃত বিহারের ২ বাসিন্দা সুপারি কিলারের কাজ করেছেন। পাশাপাশি ঘটনায় সন্দেহভাজন একজন ফেরার রয়েছেন। পুলিশ সূত্রে খবর, ১০ দিনেরও বেশি সময় ধরে মালদায় ছিল দুষকৃতীরা। তৃণমূল নেতাকে খুনের আগে রেকি করা হয়, নজর রাখা হয় তাঁর গতিবিধি ওপর। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গ্রেফতার হওয়া ২ ব্য়ক্তি সুপারি কিলার।
আজ শেষকৃত্য় হবে মালদার নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের। শেষকৃত্যে উপস্থিত থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্য়ের মন্ত্রী, দলের বিধায়করা। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গ থেকে প্রথমে নিহত নেতার দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাসভবনে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর কাউন্সিলর অফিস, জেলার তৃণমূল অফিস়-সহ বিভিন্ন স্থান হয়ে দুপুর নাগাদ ইংরেজবাজার পুরসভায় পৌঁছবে তৃণমূল নেতার দেহ। এরপর তাঁর শেষকৃত্য করা হবে মালদহের সোদুল্লাপুর শ্মশানে।
আরও পড়ুন, বল কুড়োতে গিয়ে নোয়াই খালে 'নিখোঁজ' ! কোথায় গেল মধ্যমগ্রামের বাসিন্দা বছর ২০-র ঋষভ ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।