দ্বেষের বাংলাদেশে এবার শৃঙ্খলা ফেরানোর নামে শুরু হয়েছে 'অপারেশন ডেভিল হান্ট'। 'অপারেশন ডেভিল হান্ট'-এর নামে শুরু হয়েছে ইউনূস জমানায় শত্রুনিকেশ ! গত কয়েকদিনে ঢাকা শহরের অবস্থা অগ্নিগর্ভ। একদিকে শেষ হাসিনার অ়ডিও বার্তা নতুন করে উজ্জীবিত করছে আওয়ামী লীগ পন্থীদের। অন্যদিকে বঙ্গবন্ধুর শেষ চিহ্নটুকু মুছে দিতে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে তান্ডব চালিয়েছে বাংলাদেশের উগ্রপন্থীরা। 


মুজিবের স্মৃতিবিজড়িক বাড়িতে আগুন ধরানোর পর আওয়ামী লীগের একের পর এক নেতাদের বাড়ি-ঘর ভাঙচুর, করা হয়। ঢাকা মেলের প্রতিবেদন অনুযায়ী, আওয়ামি লিগের স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জ শহরের ‘বায়তুল আমান’ বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। রাজশাহীতে আওয়ামি লিগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসভবনের একাংশ ভেঙে ফেলা হয়। এমন পরিস্থিতিতে ইউনূস আবেহন করেন,  শেখ হাসিনার আওয়ামী লীগের নেতা বা সমর্থকদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা যেন না করা হয়।  পরিস্থিতি পুরোপুরিভাবে স্বাভাবিক করতে সকল নাগরিকের প্রতি আহ্বানও জানান তিনি। কিন্তু কে কার কথা শোনো ! 


শুক্রবারই গাজীপুরে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিরাট উত্তেজনা ছড়ায়। মার খায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন। এমন পরিস্থিতিতে শনিবার রাত থেকে সারাদেশে যৌথ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' শুরুর ঘোষণা করে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এই 'অপারেশন ডেভিল হান্ট' ঘিরে।


বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর 'অপারেশন ডেভিল হান্ট'এ ঢাকার উপকণ্ঠে গাজীপুর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের ৮১ জন কর্মীকে গ্রেফতার করা হয়। শয়তান-ধরার নাম করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ১,৩০৮ জনকে আটক করে নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে বহু আওয়ামী লীগ সমর্থক আছেন। অন্তর্বর্তীকালীন প্রশাসনের ঘোষণা সব "শয়তান" নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। 


বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ারি দিয়েছেন, 'এ যারা দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করতে মরিয়া...যতক্ষণ না সেই সমস্ত শয়তানদেব নির্মূল করা হয়, ততক্ষণ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে' । 


ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র তালেবুর রহমান বিবিসি বাংলাকে জানান, এই অভিযান চলাকালীন রাজধানী ঢাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।