কটক: টি-২০ সিরিজে ভারতের কাছে ৪-১ ব্যবধানে হারতে হয়েছিল। এবার ওয়ান ডে সিরিজেও ভারতের কাছে পরাজয়ের তিক্ততা হজম করতে হল ইংল্যান্ড (India vs England) ক্রিকেট দলকে। এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জিতে নিল ভারত। আমদাবাদে শেষ ওয়ান ডে ম্যাচ হয়ে দাঁড়াল কার্যত নিয়মরক্ষার।

তবে কটকে হারের পাশাপাশি ইংল্যান্ডকে বেশ কিছু লজ্জার রেকর্ডের মুখোমুখিও হতে হল। কীরকম?

ওয়ান ডে ক্রিকেটে ৩০০ বা তার বেশি রান তোলার পর সবচেয়ে বেশি ম্যাচ হারল ইংল্যান্ডই। সব মিলিয়ে ওয়ান ডে ক্রিকেটে ৯৯ ম্যাচে তিনশো বা তার বেশি রান করেছে ইংল্যান্ড। রবিবারও তারা তুলল ৩০৪ রান। তার মধ্যে ২৮টি ম্যাচে হারল ইংল্যান্ড।

তবে ইংল্যান্ডকে রবিবার পর্যুদস্ত করলেও, এই তালিকায় ইংল্যান্ডের ঠিক পরেই, দুইয়ে রয়েছে ভারত। সব মিলিয়ে ওয়ান ডে ক্রিকেটে ১৩৬ ম্যাচে তিনশো বা তার বেশি রান করেছে ভারত। তার মধ্যে ২৭টি ম্যাচে হেরেছে ভারত। তালিকায় তিন নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ান ডে ক্রিকেটে ৬২ ম্যাচে তিনশো বা তার বেশি রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। তার মধ্যে ২৩টি ম্যাচে হেরেছে তারা। ওয়ান ডে ক্রিকেটে ৮৭ ম্যাচে তিনশো বা তার বেশি রান করেছে শ্রীলঙ্কা। তার মধ্যে ১৯টি ম্যাচে হেরেছে তারা।  

আরও পড়ুন: বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ম্যাচ জিতিয়ে চলেছেন, কলকাতা ময়দানে হইচই পুলককে নিয়ে

সব মিলিয়ে ওয়ান ডে ফর্ম্যাটে ইংল্যান্ড ২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে টানা চারটি ওয়ান ডে সিরিজ হারল ইংল্যান্ড। গত ২০ বছরে ভারতের মাটিতে টানা ৭টি ওয়ান ডে সিরিজ হারল ইংল্যান্ড। গত ১০ বছরে সাদা বলের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে ১০টি সিরিজ খেলে ৯টিই হারল ইংল্যান্ড।

রবিবারের ম্যাচ জিতে কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে একাসনে বসে পড়লেন রোহিত শর্মা। ৫০ ওয়ান ডে ম্যাচে দেশের নেতৃত্ব দিয়েছেন, এমন অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন ক্লাইভ লয়েড, রিকি পন্টিং ও বিরাট কোহলি। তিনজনই ৩৯টি করে ম্যাচ জিতেছেন। দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রোনিয়ে সমসংখ্যক ম্যাচে ৩৭টি ওয়ান ডে জিতেছিলেন। ভিভ রিচার্ডস ও রোহিত শর্মা - দুজনই জিতেছেন ৩৬টি করে ম্যাচ। ৩৪ ম্যাচ জিতে তালিকায় ঠিক তাঁদের পরেই দক্ষিণ আফ্রিকার শন পোলক।

আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড ওয়ান ডে ম্যাচেও ননী ছিঃ ছিঃ ছিঃ, হেসে ফেললেন কোহলি