ঢাকা: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এক মেট্রিক টন আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার আম্রপালি আম পৌঁছে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে।
Hasina Sends Gifts To Modi : তবে এই প্রথমবার নয়, আগেও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমের মুখ্যমন্ত্রীদের বাংলাদেশের আম উপহার পাঠিয়েছিলেন শেখ হাসিনা। অতীতেও এই 'আম-ইলিশ কূটনীতি'র সাক্ষী থেকেছে দুই দেশ। বাংলাদেশ হাইকমিশন থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে শেখ হাসিনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোদিকে এই অনন্য উপহার পাঠিয়েছেন।
Sheikh Hasina sends gifts: কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, অতীত ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে শেখ হাসিনা রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী মোদিকে উপহার হিসেবে এক মেট্রিক টন 'আম্রপালি' আম পাঠিয়েছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে ও "আম-ইলিশ কূটনীতি" সম্পর্ককে আরও সন্তোষজনক করে তুলছে।
Hasina Sends Gifts To Modi : এদিকে দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটাতে ভারত ও বাংলাদেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রপের (জেসিসি) বৈঠক হওয়ার কথা। শনিবার আজই বাংলাদেশের বিদেশমন্ত্রী দিল্লিতে পৌঁছবেন বলে খবর। রবিবার জয়েন্ট ওয়ার্কিং গ্রপের বৈঠক হবে। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয় আলোচনা হতে পারে। গত বছরই শেখ মুজিবুরের জন্মশতবর্ষের অনুষ্ঠানে বাংলাদেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই শেখ হাসিনাকে ভারতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। সেই অনুযায়ী হাসিনার এ দেশে আসার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন : Voter ID Aadhaar Linking: ভোটার আইডির সঙ্গে জুড়তে হবে আধার, এই চার 'নির্দেশ' সরকারের