কলকাতা: সেনাবাহিনীর আশ্বাসই সার। কোথাও জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, কোথাও রাস্তায় ঝুলিয়ে রাখা হয়েছে সারি সারি মৃতদেহ। বাংলাদেশজুড়ে নৈরাজ্যের ভয়াবহ ছবি। সাতক্ষীরায় নতুন করে সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৬ জনের দেহ। শুধু তাই নয়, এবার হাসপাতালেও হামলা চালাল উন্মত্ত জনতা।                                                            


প্রকাশ্য রাস্তায় সেতু থেকে ঝুলছে মৃতদেহ, কোথাও পুড়িয়ে মারা হচ্ছে, কোথাও জুতো দিয়ে মেরে থেঁতলে দেওয়া হচ্ছে মুখ, কোথাও পিটিয়ে খুন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার দেশত্যাগের পরও, অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত। সেনাপ্রধানের আশ্বাসই সার। অথচ সোমবারই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছিলেন, 'আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন, সশস্ত্র বাহিনীর ওপর আস্থা রাখুন। আমি সমস্ত দায়দায়িত্ব নিচ্ছি।' 


এই আশ্বাসের পরও মঙ্গলবারও অশান্ত বাংলাদেশ। এক একটি ছবি গোটা বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে। জ্বলছে একের পর এক সরকারি ভবন, শেখ হাসিনার দলের নেতা-মন্ত্রীদের বাড়ি। হামলা চালানো হচ্ছে সংখ্যা লঘুদের বাড়িতেও। এমনকী থানাতেও ঢুকে পড়ে উন্মত্ত জনতা। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, সোমবার সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় প্রায় ৪০ জন কর্তব্যরত পুলিশকে পিটিয়ে খুন করা হয়। 


আরও পড়ুন, আরও বিপাকে শেখ হাসিনা, এবার ভিসা বাতিল করল আমেরিকা


সোমবার শেরপুর জেলে ঢুকে পড়েছিলেন হামলাকারীরা। ৫১৮ জন বন্দিই কারাগার ভেঙে চম্পট দেয়। সূত্রের খবর, তাদের মধ্যে বাংলাদেশে নিষিদ্ধ জামাত-উল-মুজাহিদিন ও আনসারুল বাংলার ২০ জন জঙ্গি রয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা জেল থেকেও ৫০০র বেশি বন্দিকে ছাড়িয়ে নিয়ে যায় বিক্ষোভকারীরা। হামলা চলে আরও দুটি সংশোধনাগারে। 


বাংলাদেশে নৈরাজ্য ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার নিয়ে চিন্তিত আন্তর্জাতিক মহল। ব্রিটেনের বিদেশসচিব ডেভিড ল্যামি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই হিংসা বন্ধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনগুলোর রাষ্ট্রদূতেরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে