কলকাতা : বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন শেখ হাসিনা। ঝাড়খণ্ডের আকাশসীমা পেরিয়েছে তাঁর বিমান। কিছু আগে তাঁর বিমান হাজারিবাগের আকাশপথ পেরোয় বলে খবর সূত্রের। কিন্তু, তিনি কি দিল্লিতেই নামবেন ? সে ব্যাপারে এখনই কোনও আপডেট নেই। তিনি শেষমেশ দিল্লিতেই নামবেন, নাকি অন্যত্র যাবেন তা এখনও স্পষ্ট নয়। সেটা সময় বলবে।


প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে গতকাল থেকেই ফের উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে অনির্দিষ্টকালের কার্ফু জারি করে সেই সময়ে ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকার। বন্ধ করে দেওয়া হয় মোবাইল, ইন্টারনেট পরিষেবা। এর মধ্যেই ঢাকা অভিযানের ডাক দেন বৈষম্য-বিরোধী আন্দোলনকারীরা। গোটা দেশের মানুষকে এই অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। অসহযোগ আন্দোলনের প্রথম দিনই মৃতের সংখ্যা শতাধিক। নিহতদের মধ্যে ১৪ জন পুলিশ কর্মী। আহতের সংখ্যাও প্রচুর। জেলায় জেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেধে যায়। পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে।


এদিন নতুন করে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙে দখল করে নেয় বিক্ষুব্ধ জনতা । ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও হামলা চালানো হয়। এই পরিস্থিতিতে দেশ ছাড়েন শেখ হাসিন্দা। দেশ ছাড়ার পরেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন হাসিনা। বাংলাদেশের ক্ষমতা দখল করে সেনা। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বাংলাদেশ পরিচালনা করা হবে বলে জানিয়ে দেন সেদেশের সেনাপ্রধান। তিনি বলেন, 'সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন। আমি সব দায়-দায়িত্ব নিচ্ছি। আপনাদের কথা দিচ্ছি, আপনারা আশাহত হবেন না। ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এসব থেকে বিরত হন। প্রতিটা হত্যার বিচার করা হবে। আমরা আজ সুন্দরভাবে কথা বলেছি। (বাংলাদেশের) সমস্ত প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। তাঁদের আমন্ত্রণ জানিয়েছিলাম। তাঁরা এসেছিলেন। আমরা সুন্দর আলোচনা করেছি। আলোচনাটা ফলপ্রসূ হয়েছে। এখানে আওয়ামি লিগের কেউ ছিলেন না। আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করব। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আপনাদের যত দাবি আছি সেগুলো পূরণ করব। দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনব।  আমি নিশ্চিত যে, আপনারা যদি আমার কথামতো চলেন, আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করেন, তাহলে নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন। মারামারি করে আমরা আর কিছু পাব না। দয়া করে সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবে। '