কলকাতা: দেশের রাজ্যপালদের ভূমিকা নিয়ে মন্তব্য় করলেন দেশের শীর্ষ আদালতের (Supreme Court) বিচারপতি।   সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারথনা শনিবার মন্তব্য় করেছেন যে ভারতের রাজ্যপালরা এমন একটি ভূমিকা পালন করছেন যেটা তাঁদের করা উচিত নয়। আবার যখন তাঁদের সক্রিয় ভূমিকা পালন করা উচিত তখন তাঁদের নিষ্ক্রিয় হিসেবে দেখা যাচ্ছে। তাঁর মন্তব্য,  রাজ্যপালদের বিরুদ্ধে মামলা এসে পৌঁছাচ্ছে সুপ্রিম কোর্টে, যা অত্যন্ত দুঃখজনক।  PACT-NLSU-এর আলোচনা সভায় এই মন্তব্য করেন বিচারপতি বিভি নাগারথনা (Justice BV Nagarathna)।


তাঁর এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন কেরল এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলি তাদের রাজ্যপালদের বিল অনুমোদন না করার বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সংবিধানের ৩৬১ অনুচ্ছেদের অধীনে রাজ্যপালদের ফৌজদারি বিচার থেকে রক্ষা পাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে একটি পৃথক মামলায়। পাশাপাশি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বারবার রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে।                   


বিচারপতি বিভি নাগারথনা আইনজীবী ও সমাজকর্মী দুর্গাবাই দেশমুখের রাজ্যপালের নিরপেক্ষতা বিষয়ের বক্তব্য তুলে ধরেন। নির্দিষ্ট কিছু কাজ রাজ্যপাল করবেন বলে আশা করা হয়। সংবিধান মনে করে তিনি ভারসাম্য ও শান্তির বার্তা দেবেন দুই বিবাদী তরফে মাঝখানে থেকে, এমনটাই জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, 'রাজ্যপালকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখা এবং তাঁকে কোনও গোষ্ঠী বা দলীয় বিষয়ের মধ্যে না রাখাই এই পদের উদ্দেশ্য।'                                                 


ওই বিচারপতি জানিয়েছেন, সাংবিধান বিষয়টিতে শক্তিশালী করার জন্য দেশকে তার কেন্দ্রীয় কাঠামো, ভ্রাতৃত্ব, মৌলিক অধিকার এবং ন্যায্য প্রশাসনের (Ethical Administration) দিকে গুরুত্ব দিতে হবে। যখন কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে দ্বন্দ্বের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে, ঠিক সেই সময়েই সুপ্রিম কোর্টের এই বিচারপতির মন্তব্য, রাজ্যগুলিকে 'অক্ষম এবং অধীন' হিসাবে ভাবা উচিত নয়। তিনি যোগ করেন, সাংবিধানিক রাজনীতিই মন্ত্র হতে হবে।



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: মার্কিন মুলুকে মন্দার ছায়া? কতটা প্রভাব ভারতে? বাড়ছে আশঙ্কা