ঢাকা: বাংলেদেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা  ৮ হাজার ছাড়িয়ে গেল। সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত শেখ হাসিনার দেশে মৃতের সংখ্যা হয়েছে ৮ হাজার ৩৩৭ । শুক্রবার ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সায়েন্স জানিয়েছে,  সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪২ হাজার ৬৭৪।


দেশের নিয়ামক সংস্থা জানিয়েছে, একদিনে ১৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৯০ হাজার ৪৬৮। শুক্রবার সুস্থ হয়ে উঠেছেন ৫৩৬ জন। দেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে মৃত্যু হার ১.৫৪ শতাংশ। সুস্থ হয়ে ওঠার হার ৯০.৩৮ শতাংশ। গত বছর ২ জুলাই আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়েছিল বাংলাদেশ। একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু হয়। মৃতের সংখ্যায় রেকর্ড হয় গত বছর ৩০ জুনে। একদিনে মৃত্যু হয় ৬৪।


উল্লেখ্য, ১৫ দিনের টিকাকরণ কর্মসূচি শেষ হয়েছে বাংলাদেশে। যারা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তাঁদের এবং বাকিদের এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ, ভাইরোলজিস্ট এবং চিকিৎসকদের মতে গণ টিকাকরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন সাধারণ মানুষ। কোনও বাধা ছাড়াই এই টিকাকরণ কর্মসূচি সফল।


গত বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে। প্রাথমিক পর্যায়ে আক্রান্তের সংখ্যা কম থাকেলও পরে তা বাড়তে থাকে। গত বছর আগস্ট মাসে আক্রান্তের হার ছিল ২০ শতাংশ। তবে ধীরে ধীরে তা কমতে শুরু করে। ফের গত নভেম্বর মাসে মাথাচাড়া দিয়ে ওঠে ভাইরাস। বাড়তে থাকে ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা। দেশের স্বাস্থ্য দফতর সূত্রে খবর বর্তমানে আক্রান্তের হার ৫ শতাংশ।