মুম্বই: গত বছর সারা দেশজুড়েই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে জোরদার বিক্ষোভ প্রদর্শন হয়েছে। সেইসঙ্গে এনআরসি-রও বিরোধিতা হয়েছে। অন্যদিকে, এক্ষেত্রে যুক্তি দিয়ে বলা হয়েছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য এর প্রয়োজন রয়েছে এবং তাদের চিহ্নিত করে দেশের বাইরে পাঠানো যাবে। সম্প্রতি মুম্বইয়ে বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এবার জানা গিয়েছে যে, ধৃত রুবেল শেখ স্থানীয় বিজেপি নেতা। আর এই ঘটনা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেস।
মুম্বইয়ে রুবেল শেখ নামে ব্যক্তি বাংলাদেশি নাগরিক এবং ভুয়ো নথি তৈরি করে তিনি ভারতে বসবাস করছিলেন বলে অভিযোগে গ্রেফতার করা হয়।
গত শনিবার বিজেপি সাংসদ গোপাল শেট্টির সঙ্গে ওই ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসে। জানা যায়, ওই ব্যক্তি বিজেপির উত্তর মুম্বইয়ের সংখ্যালঘু সেলের প্রধান।
আর এরপরই বিষয়টি নিয়ে বিজেপিকে নিশানা করতে দেরি করেনি কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র সচিন সবন্ত ট্যুইট করে বলেছেন, 'দেখা গেল উত্তর মুম্বইয়ের বিজেপি সংখ্যালঘু সেলের প্রধান বাংলাদেশ। বিজেপির কাছে আমাদের প্রশ্ন, এটা কি সঙ্ঘ জিহাদ? বিজেপির জন্য সিএএ-তে বিশেষ কোনও ধারা রয়েছে? একটি আইন দেশের জন্য, অন্যটি বিজেপির জন্য'।
গোপাল শেট্টি অবশ্য এই বিতর্কে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন, রুবেল শেষ দলের সংখ্যালঘু সেলে ছিলেন এবং আমার সঙ্গে ছবি তুলেছিলেন। অনেকেই তো এমন করেন। কিন্তু আমি মনে করি,কেউ যদি ভুল কিছু করে, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ ধরনের লোকজন সম্পর্কে নিজে আমি পুলিশকে তথ্য দিয়েছি।