কলকাতা: যাঁরা আওয়ামি লিগ (Awami League) করত, শেখ হাসিনার (Sheikh Hasina) দল করত তাঁদের অবস্থা ঠিক নেই। সংখ্যালঘু ও আদিবাসীর অবস্থা খুব খারাপ, তাঁদের উপর অত্যাচার হচ্ছে-এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া মহম্মদ হেলালুদ্দিন। নিজেকে আওয়ামি লিগ সমর্থক বলেই দাবি করেছেন তিনি। তাঁর দাবি, হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা। তিনি বলেন, 'পাকা বাড়িতেও পেট্রোল ঢেলে আগুন ঢেলে দেওয়া হচ্ছে। সংখ্যালঘু-আদিবাসীদের কীভাবে অত্যাচার করা হচ্ছে চোখে না দেখলে হবে না।' আওয়ামি লিগের সমর্থক হলেই নৃশংসভাবে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। মহম্মদ হেলালুদ্দিন বলছেন, 'পাকিস্তান হয়ে গিয়েছে, বাংলাদেশ আর নাই। নাম করেছে ছাত্র আন্দোলন। কিন্তু সাইডে ছিল অন্য কিছু।' গোটা ঘটনার পিছনে বিএনপি-জামাত জড়িত বলে অভিযোগ তাঁর। 


হাসিনা সরকারের পতনের পর থেকেই ভাঙচুর, লুঠপাট করে পুড়িয়ে দেওয়া হচ্ছে আওয়ামি লিগ সমর্থকদের ঘরবাড়ি। প্রাণ বাঁচাতে বহু আওয়ামি লিগের কর্মী-সমর্থক আশ্রয় নিয়েছেন ভারতে। ইতিমধ্যেই শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে। বাংলাদেশের রাশ রয়েছে সেনাবাহিনীর হাতে। আপাতত মহম্মদ ইউনুসকে সামনে রেখে তৈরি হতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এখনও অশান্ত বাংলাদেশ। প্রবল হিংসার ঘটনা ঘটছে অনবরত। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। 


কেমন ছবি বাংলাদেশের?
হাসিনা সরকারের পতনের পরেও হিংসার মুক্তাঞ্চল বাংলাদেশ। তদারকি সরকার গঠনের তোড়জোড়ের মধ্যেই সক্রিয়তা বাড়াচ্ছে এতদিন কোনঠাসা থাকা বিএনপি। সূত্রের খবর, দেশের অরাজক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সদ্য জেল থেকে মুক্তি পাওয়া বিএনপি নেত্রী খালেদা জিয়া। সূত্রের খবর, আজই লন্ডন থেকে বাংলাদেশে ফিরছেন খালেদা-পুত্র তারিক রহমান। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পরই বিএনপি-প্রধান তারিকের দেশে ফেরার কথা ঘোষণা হয়েছিল। সন্ধেয় ঢাকায় বিএনপি-র সমাবেশে যোগ দেবেন খালেদা-পুত্র। অন্যদিকে, তদারকি সরকার গঠনের তোড়জোড়ের মধ্যেই দীর্ঘ ১৩ বছর বাদে ঢাকায় তাদের কেন্দ্রীয় অফিস খুলল জামাত-ই-ইসলামি। হাসিনা জমানার ১৫ বছরের মধ্যে ১৩ বছরই ঢাকার বড় মোঘ বাজারে বন্ধ ছিল জামাতের ওই কেন্দ্রীয় পার্টি অফিস। 



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।         


আরও পড়ুন: শনির সাড়েসাতির প্যাঁচে পড়বে এই রাশি! দুঃসহ ভোগান্তি, প্রবল অর্থভাব এড়াতে থাকুন সাবধানে