নয়া দিল্লি: বাংলাদেশে ফের মন্দিরে হামলা। সংবাদপত্র ডেলি স্টার সূত্রে খবর, ময়মনসিংহ ও দিনাজপুর জেলার ৩টি মন্দিরের ৮টি মূর্তি ভাঙচুর করা হয়েছে। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় শাকুয়াই এলাকায় বন্দেরপাড়া মন্দিরে ২টি মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। বিলডোরা এলাকায় পলাশকান্দা কালী মন্দিরেও মূর্তি ভাঙচুর করা হয়। আলালউদ্দিন (২৭ বছর) নামে স্থানীয় এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে হালুয়াঘাট থানার ওসি আবুল খয়ের জানিয়েছেন।
অন্যদিকে, মঙ্গলবার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি শ্মশান কালী মন্দিরের ৫টি মূর্তি ভাঙচুর করা হয়েছে। এমন ঘটনা আগে কখনও ঘটেনি বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি জনার্দন রায়।
মন্দির ভাঙচুরের ঘটনা প্রেক্ষিতে শান্তনেশ্বর মাতৃ মন্দির কমিটির স্থায়ী সদস্য। তপন দাস বলেন, মন্দির ভাঙচুরের সময় দুষ্কৃতীরা হিন্দু এবং ইসকন বিরোধী স্লোগান দিচ্ছিল।
এদিকে, বাংলাদেশে চলতি বছরে হিন্দুদের ওপর হিংসার ২,২০০টি ঘটনা হয়েছে। বেশির ভাগই ঘটেছে শেখ হাসিনা সরকারের পতনের পরে। শুক্রবার লোকসভায় এমনটাই জানালেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। কিন্তু প্রশ্ন হচ্চে ওপারে বিপন্ন হিন্দুদের রক্ষা করতে বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থাটা নেবে কে?
আরও পড়ুন, ক্রিসমাসের বাজারে জনজোয়ারকে পিষল গাড়ি, জার্মানিতে রক্তস্রোত, জারি হাই অ্যালার্ট
অন্যদিকে, ফের বাংলাদেশের হাস্যকর আস্ফালন। আবার বিএনপি নেতার গলায় যুদ্ধ জিগির। রাফাল বিমান নিয়ে হাস্যকর চ্যালেঞ্জ বিএনপি নেতার। একবার লুঙ্গি মালকোঁচা মারলে, দিল্লি পর্যন্ত ধাওয়া হয়ে যাবে, হঙ্কার বিএনপি-র যুগ্ম মহাসচিব।
উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার হাতে আছে ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধবিমান। যার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২ হাজার ১৩০ কিলোমিটার। রাফালে রয়েছে ২টি ইঞ্জিন। ফলে দুর্ঘটনার সম্ভাবনা অনেক কম এবং জ্বালানিও কম লাগে। অনেক উঁচু থেকে আঘাত হানতে সক্ষম রাফাল। মাটির কাছাকাছি পৌঁছেও শত্রুঘাঁটি ধ্বংস করতে একইভাবে পারদর্শী এই যুদ্ধবিমান। হামলার আগে প্রতিপক্ষের আকাশসীমায় ঢুকে শত্রুঘাঁটির ছবিও তুলে আনতে সক্ষম রাফাল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে