কলকাতা : উত্তাল বাংলাদেশে ফের ফিরেছে মধ্যযুগীয় বর্বরতা! বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে । সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সেই ভিডিও।  এরই মধ্যে বাংলাদেশে ফিরল সেই অগাস্ট ২০২৪ এর ছবি। গা শিউরে ওঠা একের পর এক ঘটনা। তছনছ করা হল শেখ মুজিবুর রহমানের ধানমুন্ডির বাড়ির যেটুকু অবশিষ্ট ছিল, সেটুকুও। বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র 'ছায়ানট'-এ কার্যত তাণ্ডব চালালো কট্টরপন্থীরা। ধানমণ্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশও ভেঙে ফেলা হল। শেখ হাসিনার ছবিতে আগুন লাগিয়ে দিল বিক্ষুব্ধরা। 

Continues below advertisement

শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে ফের ভাঙচুর চালানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে,ভাঙচুর করা হয়েছে রাজশাহীতেও মুজিবের আরও একটি বাড়িতে। আওয়ামী লীগের অফিসেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ফের বাংলাদেশে একই সঙ্গে উঠছে শেখ হাসিনা এবং ভারত-বিরোধী স্লোগান। আক্রান্ত চট্টগ্রামে ভারতীয় উপদূতাবাসও। ছোড়া হয়েছে ইট পাটকেল। সেখানে রাত থেকে অবস্থানে বসেছে ছাত্র-যুবদের একাংশ।   

বাংলাদেশের সংস্কৃতির কেন্দ্র ছায়ানটেও চলে ভাঙচুর। কট্টরপন্থী বিক্ষোভকারীরা এক -এক করে ভেঙে ফেলে সব বাদ্যযন্ত্র। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে,  এ দিক ও দিক ছড়িয়ে ছিটিয়ে ছায়ানটের স্বরলিপি, গান লেখা  কাগজপত্র। যেখানে ফাটিয়ে দেওয়া হয়েছে তবলা। আছড়ে ভাঙা হয়েছে হারমোনিয়াম। চলে দেদার ভাঙচুর। সেখানে নাকি রীতিমতো ভারতীয় সংস্কৃতিচর্চার বিরুদ্ধে স্লোগান তুলতেও দেখা যায়। 

Continues below advertisement

বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান বিন হাদির মৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা করিয়েছে বৃহস্পতিবার রাত থেকে। কোটা বিরোধী আন্দোলনের ও আওয়ামি লিগ নিষিদ্ধের দাবি নিয়ে আন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়া শরিফ ওসমান বিন হাদির মৃত্যু ঘিরে ক্রমেই ছড়ায় বিক্ষোভ। তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করারও ঘোষণা করেছিলেন। গত শুক্রবার, বাংলাদেশের বিজয়নগরে প্রচার চলাকালীন গুলিবিদ্ধ হন। রিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। সেইসময় মোটরবাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এর পরে ফের বাংলাদেশে ছড়ায় হিংসা।  

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ওইদিন বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানান তিনি। নির্বাচনের আগে কোটা আন্দোলনের নেতা ওসমান হাদি হত্যায় ফুটছে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের একাধিক এলাকা। তিনি বলেন, 'শহিদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে সরকার।'