কলকাতা: উত্তাল, অশান্ত, উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh News)। গতকালই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। দেশের শাসনব্যবস্থার রাশ এখন সেনাবাহিনীর হাতে। তারপর থেকে একের পর এক চাঞ্চল্যকর দৃশ্য এসেছে প্রকাশ্যে। গণভবনে তাণ্ডব থেকে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা, রাতে খবর মেলে কোথাও পুড়িয়ে মৃত্যুর খবর, কোথাও গণপিটুনিতে মৃত্যু। ওপার বাংলার প্রযোজক সেলিম খান ও তাঁর ছেলে অভিনেতা শান্ত খানকেও পিটিয়ে খুনের খবর প্রকাশ্যে আসে। সেলিম খান (Selim Khan Death), এদেশের তারকা অভিনেতা প্রযোজক দেবের (Dev) সহ-প্রযোজকও বটে। সেই বিষয়ে কী বলেন অভিনেতা?


সহ-প্রযোজকের মৃত্যু, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে কী বললেন তারকা সাংসদ দেব?


বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন, মর্মাহত অভিনেতা। দেবের কথায়, 'শুধু সেলিম খান বা ওঁর পরিবার নয়, বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে, যে ভিস্যুয়ালগুলো সামনে আসছে, তা সত্যিই খুব দুঃখজনক। আমি বিশেষ এই ব্যাপারে কিছু বলতে পারব না, এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না যে আমার বিশেষ কিছু বলা উচিত। আমি এটুকুই চাই যে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক। মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে। যে ভালবাসা, আনন্দ নিয়ে ওঁরা থাকতেন, সেই শান্তি যেন আবার ফিরে আসে।'


সেলিম খানের মৃত্যুর খবরও প্রথমে বিশ্বাস করতে পারেননি দেব। অভিনেতা বলছেন, 'আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে এরকম হতে পারে। কিন্তু পরে সত্যিই যখন বুঝলাম যে এমনটাই হয়েছে, এবং শুধু ওঁর ক্ষেত্রে নয়, গোটা বাংলাদেশের জন্যই এটা খুবই কঠিন সময়। আমি বাংলাদেশে বহুবার গিয়েছি, খুব প্রিয় জায়গা আমার। আমার অভিজ্ঞতা খুবই ভাল। ওঁদের মতো ভদ্র, শান্তিপ্রিয় মানুষ খুব কম দেখেছি। আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে এটুকুই অনুরোধ করব যেন শান্তি ফিরে আসে বাংলাদেশে, আবার যেন ভালবাসায় বেঁধে থাকে।'


আরও পড়ুন: Rahool Mukherjee: ফেডারেশনের অসহযোগ প্রত্যাহার! পরিচালক হিসেবেই শ্যুটিং শুরু রাহুল মুখোপাধ্যায়ের


অন্যদিকে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতিতে চিন্তার ভাঁজ ভারতের কপালে। সোমবার দেশ ছেড়ে আসার পর ভারতের গাজিয়াবাদে সেফ হাউসে ছিলেন শেখ হাসিনা। তাঁর সঙ্গে দেখা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই পরিস্থিতিতে কী করবে ভারত, সিদ্ধান্ত নিতে সোমবারই জরুরি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন রাজনাথ সিং, জয়শঙ্কর, নির্মলা সীতারমণরা। আর এবার মঙ্গলে সব দলের সঙ্গেই হল বৈঠক। সেখানেই পরিষ্কার হওয়ার কথা ছিল পড়শি দেশের এই পরিস্থিতিতে এ দেশের কী অবস্থান হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।