নয়াদিল্লি: বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরেও অশান্তি। জামালপুর জেলা কারাগারে বিক্ষোভ-সংঘর্ষ, গুলিতে ৬ বন্দির মৃত্যু। সংঘর্ষে আহত কারাগারের জেলার, কারারক্ষী ও বন্দি সহ ১৯ জন।
জেলারের কার্যালয়, হাসপাতাল, ৮টি ওয়ার্ডে ভাঙচুর-আগুন। কুমিল্লা, কাশিমপুর, কুষ্টিয়া, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পর জামালপুরে বিক্ষোভ-সংঘর্ষ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নিয়ন্ত্রণে শূন্যে গুলি কারারক্ষীদের। বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন প্রায় ৫ হাজার বন্দি কারাগারের ভিতরে প্রবেশ করেছে সেনা। কিছু বন্দি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, দাবি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের।
প্রসঙ্গত, অশান্তির জেরে উন্মত্ত জনতার হাতে খুন হতে হয়েছে বাংলাদেশের প্রযোজক সেলিম খান ও তাঁর অভিনেতা-পুত্র শান্ত খানকে। এদিকে, বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হল। ফোকব্যান্ড জলের গানের গায়ক রাহুল আনন্দের বাড়িতে ঢুকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সব বাদ্যযন্ত্র। বাংলাদেশে এবার শিল্পীদের ওপর চলল নজিরবিহীন হামলা।
বাংলাদেশের এই ভাইরাল ভিডিও কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। রাস্তার ওপর সেতু থেকে এভাবেই খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেহ। নৃশংসতায় কার্যত তালিবানকেও হার মানাচ্ছে বাংলাদেশের এই দুষ্কৃতীরা! সোমবার রাতে তাড়া করে খুন করা হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক সেলিম খান। ও তাঁর অভিনেতা-পুত্র শান্ত খানকে। সোমবার চাঁদপুরে পিটিয়ে খুন করা হয় দুজনকে।
বাংলাদেশের জনপ্রিয় প্রযোজনা সংস্থা 'শাপলা মিডিয়া'। দেবের মুক্তি না পাওয়া চর্চিত ছবি 'কমান্ডো'র সহ প্রযোজক এই সংস্থা। অশান্ত বাংলাদেশে খুন হলেন সেই সংস্থারই কর্ণধার। অভিনেতা দেব বলেছেন, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না এরকম কিছু একটা হতে পারে। কিন্তু যখন সত্যি শুনলাম এটা হয়েছে এবং শুধু ওনার জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য আমার মনে হয় এটা একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে।
আরও পড়ুন, শিয়রে নিম্নচাপ, শনিতে সতর্কতার আওতায় এসে গেল এই ১২ জেলা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
লাগাতার আন্দোলনের জেরে, প্রধানমন্ত্রিত্ব এবং দেশ দু'টোই ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। কিন্তু, টানা ১৫ বছর ক্ষমতায় থাকা সরকারের বিরুদ্ধে এই পরিমাণ রাগ জমেছিল কেন? অনেকে বলছেন, পরপর নির্বাচনে ব্য়াপক কারচুপির অভিযোগ, ব্য়াঙ্কে দুর্নীতি, ঋণ খেলাপির পরিমাণ বৃদ্ধি হাসিনার সরকারকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। তার মধ্য়ে ছাত্র আন্দোলনের প্রতি হাসিনার সরকারের মনোভাব ক্ষোভের বাঁধ ভেঙে দেয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।