কলকাতা : প্রায় ৬ দশকের পুরনো সংস্থা। বিশ্বজুড়ে দীক্ষিতের সংখ্যা ১০ লক্ষের বেশি। এশিয়া, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে কয়েকশো শাখা, কোটি কোটি ভক্ত। সারা বিশ্বে বহু সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। সেই ইসকনকেই  মৌলবাদী সংগঠন তকমা লাগিয়ে নিষিদ্ধ করার দাবি উঠেছে বাংলাদেশে। যদিও ইসকনকে নিষিদ্ধ ঘোষণার করার আর্জি বৃহস্পতিবারই খারিজ করে দিয়েছে  বাংলাদেশের আদালত।


চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ। সেখানে একদিকে সন্ন্যাসীর মুক্তির দাবিতে পথে নেমেছেন সংখ্যালঘু হিন্দুরা। অভিযোগ, সেই বিক্ষোভে লাগাতার আঘাত হানছে জামাত নেতা-কর্মীরা। আর তাতেই অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। এই আবহেই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে মামলা করেন সে-দেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান।   যদিও আদালত ইসকন নিষিদ্ধ করতে রাজি হয়নি। আদালত মামলা খারিজ করে দেওয়ার পরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানায়, ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে কোনও আলোচনা হয়নি। 


বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে, অন্তর্বর্তী সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, কোনও সংস্থা নিষিদ্ধ করার কোনও আলোচনাই সরকারের মধ্যে হয়নি । সেই সঙ্গে তাঁর মন্তব্য , ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না। 


তবে  চিন্ময়কৃষ্ণকেও এখনই অপরাধীও বলেননি অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। বলেন, 'আইনি প্রক্রিয়া চলছে, তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারে, সেটা আদালত দেখবে'। তিনি বলেন, 'আজকেই দেখলাম, ইসকনের পক্ষ থেকে একটি সম্মেলন করে বলা হয়েছে তাদের সঙ্গে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই।'


বৃহস্পতিবারই বাংলাদেশের ইসকন সাংবাদিক বৈঠক করে জানায়,ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের কোনও মন্তব্য বা কাজের দায়িত্ব ইসকন - বাংলাদেশএর নয়। কারণ আগেই সংগঠনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁকে পদ থেকে সরানো হয়েছে। তবে এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ইসকন গভীর রাতে জানায়, চিন্ময় কৃষ্ণ দাসের অধিকার এবং স্বাধীনতাকে সমর্থন জানানো থেকে কোনওভাবেই সরে যাচ্ছে না তারা।  


আরও পড়ুন : 


চিন্ময়কৃষ্ণ কেউ নন ইসকনের? তাঁর আন্দোলনে কি পাশে আছে তারা? স্পষ্ট জানাল ইসকন 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে