ঢাকা: ডাল, তরকারি ঢেলে হাত দিয়ে মেখে না খেলে, থালাভর্তি ভাত খাওয়ার পরও মন ভরে না বাঙালির। দায়ে পড়ে কখনও কখনও চামচ দিয়ে ভাত খেতে হয় যদিও, তাই বলে চপস্টিক দিয়ে ভাত খাওয়া? অসম্ভবকে সম্ভব করেই দেখালেন না শুধু, চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্বরেকর্ডও গড়লেন বাংলাদেশের এক তরুণী। গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল তাঁর। (Guinness World Records)
এশিয়ার বেশ কিছু দেশে চপস্টিক দিয়ে ভাত খাওয়ার চল থাকলেও, সেই চালের ভাত হয় আঠাল। ভাতের দলা চপস্টিক দিয়ে খামচে তুলে মুখে পুরে দেওয়া যায়। কিন্তু চপস্টিক দিয়ে ঝরঝরে ভাত খেয়ে রেকর্ড গড়ে ফেললেন বাংলাদেশের তরুণী সুমাইয়া খান। চপস্টিক ব্যবহার করে এক মিনিটে ৩৭টি ভাতের দানা মুখে পুরতে সফল হয়েছেন তিনি। গিনেস ওয়র্ল্ড রেকর্ডসের তরফেই এই ঘোষণা হয়েছে। (Eating Rice with Chopsticks)
শনিবার সোশ্যাল মিডিয়ায় চপস্টিক দিয়ে সুমাইয়ার ভাত খাওয়ার ভিডিও পোস্ট করে গিনেস ওয়র্ল্ড রেকর্ডস। দেখা যায়, একটি একটি করে ভাতের দানা চপস্টিক দিয়ে মুখে পুরছেন সুমাইয়া। কার্যত বিদ্যুৎগতিতে হাত চলছিল তাঁর। লক্ষ্যপূরণ হতে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। ভিডিওটি পোস্ট করে গিনেস ওয়র্ল্ড রেকর্ডস লিখেছে, 'চপস্টিক ব্যবহার করে এক মিনিটে সবচেয়ে বেশি ভাতের দানা খেলেন সুমাইয়া খান, ৩৭টি'।
এ বছর ১৭ ফেব্রুয়ারি চপস্টিক দিয়ে ভাত খাওয়ার ওই চ্যালেঞ্জ গ্রহণ করেন সুমাইয়া। এর আগে, চপস্টিক দিয়ে সর্বাধিক ২৭টি ভাতের দানা খাওয়ার রেকর্ড ছিল এক মিনিটে। ২০২২ সালের এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ওই রেকর্ড গড়েন। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন সুমাইয়া।
এমন রেকর্ড আগেও খবরের শিরোনামে উঠে এসেছে। এর আগে, ফ্র্যাঙ্কফুর্টের হাসিন্দা ফিলিক্স ভন মেবম নামের এক ব্যক্তি আলোর গিততে কাপ ভর্তি কফি পান করে রেকর্ড গড়েন। ৩.১২ সেকেন্ডে ২০০ মিলি কফি শেষ করে দেন তিনি। আগে দ্রুত কফিপানের যে রেকর্ড ছিল, তার চেয়ে ০.০৫ সেকেন্ড কম সময় নেন। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে নয়া রেকর্ড গড়েন ফিলিক্স।
সবচেয়ে দ্রুত গতিতে পাস্তা খেয়ে রেকর্ড গড়েছিলেন লিয়া শুটকেভারও। লন্ডনের বাসিন্দা লিয়া ২০২৩ সালের অগাস্ট মাসে ওই রেকর্ড গড়েন। বড় বাটি ভর্তি পাস্তা ১৭.০৩ সেকেন্ডে পেটে চালান করে দেন তিনি। সঙ্গে ছিল টমেটো সসও। খাবার সংক্রান্ত বিভাগে গিনেস ওয়র্ল্ড রেকর্ডস বার বার এভাবেই নজর কেড়েছে সকলের।