পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: করোনা সংক্রান্ত তথ্য জানতে চান? ক্লিক করুন এই লিঙ্কে, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে যাবতীয় দরকারি খুঁটিনাটি। ফোনে ফোনে আসছে এসএমএস। ক্লিক করলেই ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই পরিস্থিতিতে অযথা আতঙ্কিত না হয়ে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।

করোনা আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, তত বাড়ছে ধোঁয়াশা আর আতঙ্ক। ঠিক কী করলে এই ভাইরাসের হাত থেকে নিজেকে ও প্রিয়জনদের বাঁচানো যাবে তা বুঝতে পারছেন না অনেকে। আর এই অনিশ্চয়তার সুযোগ নিয়ে ময়দানে নেমে পড়েছে প্রতারকরা। নিশ্চয় ভাবছেন, করোনার সুযোগ নিয়ে প্রতারণা কী করে হতে পারে? ধরুন, এখন আপনার মোবাইল ফোনে ভারত সরকারের নাম করে একটি মেসেজ এল। তাতে লেখা, করোনা সম্পর্কে আরও তথ্য জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

অনেকেই সেই লিঙ্কে ক্লিক করবেন। এবার অপশন এল। ওপেন, সেটিংস, ইনস্টল। কিন্তু মোবাইল খুলে অ্যাপ্লিকেশন দেখা গেল না। অথচ সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ওই একটা ক্লিকেই আপনার মোবাইল ফোনের সমস্ত তথ্য প্রতারকদের হাতে চলে যেতে পারে।

সাইবার বিশেষজ্ঞদের মতে, আমাদের অনেকের মোবাইল ফোনেই এধরনের বাল্ক মেসেজ আসে। কিন্তু, আপাত নিরীহ সেই মেসেজই আপনাকে পথে বসানোর জন্য যথেষ্ট। লিঙ্ক ক্লিক করলে হাতবদল হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য।

ফলে পরে পস্তানোর চেয়ে এখন থেকে সাবধান হওয়া ভাল। করোনা সম্পর্কে জানতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন, অজানা লিঙ্কে কখনও ক্লিক করবেন না। অনেকে বলছেন, এখন করোনা থেকে বাঁচব, না প্রতারকদের থেকে!