মার্চ মাস। আর্থিক বছরের শেষ। এই মাসেই সারা দেশের বিভিন্ন রাজ্যের ছুটির তালিকা নিয়ে ১৯ দিন গ্রাহক পরিষেবা বন্ধ থাকবে ব্যাঙ্কে। দ্বিতীয়, চতুর্থ শনিবার, রবিবার, হোলি তো আছেই। তবে ছুটির তালিকা এখানেই শেষ নয়। বিভিন্ন রাজ্যের জন্য নির্দিষ্ট ছুটিগুলি ধরলে, সারা দেশ মিলিয়ে ব্যাঙ্কে মোট ছুটির সংখ্যা ১৬। এরপর  আছে ৩দিন ব্যাঙ্ক ধর্মঘটও। জানুয়ারি, ফেব্রুয়ারির পর মার্চের ১১-১৩ মার্চ ধর্মঘট।  বেতনবৃদ্ধির দাবিতেই এই ধর্মঘট।
এক নজরে দেখে নিন, আর কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা।
১ মার্চ রবিবার
৫ মার্চ ওড়িশায় পঞ্চায়েতি রাজ ডে
৬ মার্চ মিজোরামে চাপচার কুট উৎসব
৮ মার্চ রবিবার
৯ মার্চ উত্তরপ্রদেশে হজরত আলির জন্মদিন
১০মার্চ ওড়িশা, বাংলা ও ত্রিপুরায় দোলপূর্ণিমার ছুটি
১৪ মার্চ দ্বিতীয় শনিবার
১৫ মার্চ রবিবার
২২ মার্চ রবিবার
২৩ মার্চ হরিয়ানায় শহীদ ভগৎ সিংহ ডে
২৫ মার্চ কর্ণাচক, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, জম্মু ও কাশ্মীরে বুধবারে ছুটি
২৬ মার্চ গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডে চেটি আনন্দ জন্মবার্ষিকী
২৬ মার্চ ঝাড়খণ্ডে  সারহুল উৎসব
২৮ মার্চ চতুর্থ শনিবার
২৯ মার্চ রবিবার