কলকাতা: মন্দিরের রূপ দেখলে অবিশ্বাস্য মনে হতেই পারে। নজরকাড়া, চোখ ধাঁধানো এক স্থাপত্যে। যার প্রতিটি মিনার থেকে ছাদ, অন্দরসজ্জায় রয়েছে নিখুঁত কারুকাজ, হিন্দু ধর্মের- (religion)  চরিত্র ও গল্পেরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হিন্দু মন্দির হতে চলেছে এটিই। নিউ জার্সিতে অবস্থিত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটি ভারতের বাইরের সর্ববৃহৎ মন্দির হতে চলেছে। টাইমস স্কয়ায়র থেকে ৯০ মিটার দক্ষিণ দিকের এই মন্দিরটির উদ্বোধন হবে আগামী মাসেই।  (Swaminarayan Akshardham)                   


১৮৩ একর জমির ওপর নির্মিত এই মন্দির তৈরি করতে ১২ বছর সময় লেগেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় ১২৫০০ জন মিলে এই নির্মাণটি শেষ করেছে। বিশ্বের বৃহত্তম মন্দির কম্বোডিয়ার আঙ্কোর ওয়াট। কার্যত তারপরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে এই স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরটি প্রাচীন ভারতীয় সংস্কৃতি অনুসারে তৈরি করা হয়েছে।


মন্দি রে ১০,০০০ টিরও বেশি মূর্তি, ভারতীয় বাদ্য যন্ত্র এবং নৃত্য কলা খোদাই করা হয়েছে। প্রধান উপাসনালয় সহ মন্দিরটিতে ১২টি উপ-মন্দির, নয়টি শিখরের মতো কাঠামো এবং নয়টি পিরামিড শিখর রয়েছে। ঐতিহ্যবাহী পাথরের স্থাপত্যের বৃহত্তম উপবৃত্তাকার গম্বুজও রয়েছে। চুনাপাথর, গ্রানাইট, বেলেপাথর এবং মার্বেল সহ প্রায় দুই মিলিয়ন ঘনফুট পাথর এর নির্মাণে ব্যবহার করা হয়েছে। 


আরও পড়ুন, ভিড়ে ঠাসা ট্রেনে আজব কাণ্ড! স্লিপার কোচে 'ঝুলে ঝুলে' ঘুম দিলেন যাত্রী!


ভারত, তুরস্ক, গ্রীস, ইতালি এবং চিন সহ বিশ্বের বিভিন্ন স্থান এই পাথর আনা হয়েছিল। ভারতীয়-সহ গোটা বিশ্বের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই মন্দিরটি। পশ্চিমী দুনিয়ায় হিন্দু সংস্কৃতির এটি একটি অনন্য নিদর্শন হতে চলেছে বলে জানা অক্ষরবৎসলদাস স্বামী। আগামী ৮ অক্টোবর BAPS-এর প্রধান মহন্ত স্বামী মহারাজ মন্দিরটির দ্বারোদ্ঘাটন করবেন। তারপরই সকলের জন্য মন্দিরটি খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। 






সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে অক্ষরধামের এক সন্ন্যাসী জানান, অক্ষরধাম মন্দিরের প্রধান প্রমুখ স্বামী মহারাজ বিশ্বের পশ্চিমে একটি হিন্দু মন্দির তৈরির স্বপ্ন দেখেছিলেন ৷ সেই মন্দির শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, বা ভারতীয়দের জন্যও নয় বা কোনও একটি নির্দিষ্ট শ্রেণির মানুষের জন্যও নয় ৷ পুরো দুনিয়ার মানুষের জন্য হবে মন্দিরটি ৷ সেখানে হিন্দুদের প্রাচীন রীতিনীতি তুলে ধরা হবে ৷