নয়া দিল্লি: রেলে যাত্রা (Railways) যেমন সহজ, তেমন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা এটি। সেই কারণে ভিড়ও থাকে তেমন। লোকাল হলে তো কথাই নেই, তবে এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে রিজার্ভেশন থাকলে বসার বা ঘুমানোর অবকাশ থাকে। অনেকের ক্ষেত্রে অবশ্য সবতা পরিকল্পনামাফিক হয় না। অনেকসময়ই দরজায় ঝুলে, ধাক্কাধাক্কি করে যাত্রা করতে হয় রেল সফরের সময়। (Viral Video)
একরকমই এক ঘটনার সম্মুখীন হয়ে এক ব্যক্তি যা করলেন তা রীতিমতো 'অনন্য এক সমাধান'। সেই কাণ্ডটি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে এক ব্যক্তি ওই ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, এক যুবক বিছানার চাদর দিয়ে একটি অস্থায়ী হ্যামক বানিয়ে স্লিপার কোচে ঘুম দিয়েছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি মারাত্মক ভিড় ট্রেনের মেঝেতে বেশ কয়েকজন লোক ঘুমিয়ে রয়েছে। দাঁড়ানোর জায়গাও পাচ্ছিলেন না ওই ব্যক্তি, বসা বা শোওয়া তো দূর অস্ত। এরপরই এই কাণ্ডটি ঘটালেন তিনি। স্লিপার ক্লাসে ওপরের বাঙ্কের সঙ্গে বিছানার চাদর বেঁধে হ্যামক তৈরি করে নেন তিনি। এরপর সেটির মধ্যেই শুয়ে পড়েন। ভিডিওতে তাকে তার ঝুলন্ত বিছানার চাদরে শান্তিতেই ঘুমতে দেখা যায়।
আরও পড়ুন, ট্রেন নয়, এটা সেলিব্রেটি! বন্দে ভারতের ভূয়সী প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রী
ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছে। এমন ভিডিও দেখে সকলেই হেসে গড়িয়েছেন। কেউ কেউ তার বুদ্ধিমত্তা দেখেও মুগ্ধ হয়েছেন। কেউ কেউ ভারতের অতিরিক্ত জনসংখ্যাকে এমন অবস্থার জন্য দায়ী করেন। অনেকে আবার বলেছেন, এটি যুবক এবং অন্যান্য যাত্রীদের জন্য বিপজ্জনক হতে পারত। কারণ চলন্ত ট্রেনের মধ্যে এমনভাবে চললে তা যেকোনও বিপদ ডেকে আনতে পারত।
নেটিজেনরা অবশ্য নানা মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, 'আমি ঝুলন্ত কম্বলে বাচ্চাদের মতো শুয়ে থাকতে চাই এমনভাবে'। একজন লিখেছেন কমেন্টে, 'সে ট্রেনের চেয়ে তার বিছানার চাদরকে বেশি বিশ্বাস করেন।'