রাহুল গাঁধী নার্ভাস, যোগ্যতা কম, আত্মজীবনীতে লিখলেন বারাক ওবামা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Nov 2020 10:35 AM (IST)
২০১৭ সালে ভারত সফরে আসেন ওবামা, তখন রাহুলের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।
NEXT
PREV
নয়াদিল্লি: রাহুল গাঁধী অনেকটা ছাত্রদের মত, উল্টোদিকের লোককে মুগ্ধ করার চেষ্টা করেন। কিন্তু সমস্যা হল, তাঁর সেই যোগ্যতা নেই, নেই প্যাশনও। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর নতুন বইতে এ কথা লিখেছেন।
বইয়ের নাম আ প্রমিসড ল্যান্ড। হোয়াইট হাউসে যে ৮ বছর কাটিয়েছেন সে ব্যাপারে বিস্তারিত করে এই বইতে লিখেছেন ওবামা। এ মাসের শেষে বার হবে বইটি। নতুন এই আত্মজীবনীতে তিনি লিখেছেন, রাহুল এমন এক ছাত্রের মত, যে পড়াশোনা তো করেছে, শিক্ষককে প্রভাবিত করার ইচ্ছেও আছে কিন্তু নিজের বিষয়ে পারদর্শিতা নেই, নেই যোগ্যতা, প্যাশনেও ঘাটতি রয়েছে। রাহুলকে নার্ভাসও বলেছেন তিনি। ২০১৭ সালে ভারত সফরে আসেন ওবামা, তখন রাহুলের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কথাও বলেছেন ওবামা। তিনি লিখেছেন, মনমোহনের মধ্যে এক ধরনের অপরিসীম নিষ্ঠা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ভোটে জয়লাভ করা ডেমোক্র্যাট জো বাইডেনকে সৎ ভদ্রলোক বলে অভিহিত করেছেন ওবামা। আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন স্ট্রিট স্মার্ট। তিনি লিখেছেন, পুতিনকে দেখে তাঁর শিকাগোর এক সময়ের স্ট্রিট স্মার্ট বসদের কথা মনে পড়ত।
নয়াদিল্লি: রাহুল গাঁধী অনেকটা ছাত্রদের মত, উল্টোদিকের লোককে মুগ্ধ করার চেষ্টা করেন। কিন্তু সমস্যা হল, তাঁর সেই যোগ্যতা নেই, নেই প্যাশনও। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর নতুন বইতে এ কথা লিখেছেন।
বইয়ের নাম আ প্রমিসড ল্যান্ড। হোয়াইট হাউসে যে ৮ বছর কাটিয়েছেন সে ব্যাপারে বিস্তারিত করে এই বইতে লিখেছেন ওবামা। এ মাসের শেষে বার হবে বইটি। নতুন এই আত্মজীবনীতে তিনি লিখেছেন, রাহুল এমন এক ছাত্রের মত, যে পড়াশোনা তো করেছে, শিক্ষককে প্রভাবিত করার ইচ্ছেও আছে কিন্তু নিজের বিষয়ে পারদর্শিতা নেই, নেই যোগ্যতা, প্যাশনেও ঘাটতি রয়েছে। রাহুলকে নার্ভাসও বলেছেন তিনি। ২০১৭ সালে ভারত সফরে আসেন ওবামা, তখন রাহুলের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কথাও বলেছেন ওবামা। তিনি লিখেছেন, মনমোহনের মধ্যে এক ধরনের অপরিসীম নিষ্ঠা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ভোটে জয়লাভ করা ডেমোক্র্যাট জো বাইডেনকে সৎ ভদ্রলোক বলে অভিহিত করেছেন ওবামা। আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন স্ট্রিট স্মার্ট। তিনি লিখেছেন, পুতিনকে দেখে তাঁর শিকাগোর এক সময়ের স্ট্রিট স্মার্ট বসদের কথা মনে পড়ত।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -