সমীরণ পাল, ব্যারাকপুর: ব্যারাকপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডে একটি ফেস্টিভাল হাউজ তৈরি করাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, মাঠ দখল করে বেআইনিভাবে ফেস্টিভাল হাউজ তৈরি করা হয়েছে । চন্দ্র মাস্টার রোডে ২ কোটি টাকা ব্যয়ে এই বিলাসবহুল ফেস্টিভাল হাউজ তৈরি করা হয়েছে। তার সঙ্গে রয়েছে পার্ক। সেই পার্ক গতকাল, মঙ্গলবার থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ।


বিকেলে চার নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই পার্কে এসে ঘুরে বেড়াতে পারবেন । ছোট ছোট শিশুদের জন্য রয়েছে খেলার নানা সরঞ্জাম । যে কোনও অনুষ্ঠানের জন্য এলাকার বাসিন্দারা খুব কম ভাড়াতেই এই উৎসব ভবনটি ব্যবহার করতে পারবেন। জানিয়েছেন তৃণমূলের পুরো প্রশাসক উত্তম দাস। গতকাল, মঙ্গলবার ব্যারাকপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী এই পার্কের উদ্বোধন করেন।



বিজেপির অভিযোগ বেআইনিভাবে মাঠ দখল করে এই ফেস্টিভাল হাউজ তৈরি করা হয়েছে। কাটমানির জন্যই তৃণমূলের পৌর প্রশাসক উত্তম দাস এই উৎসব ভবনটি তৈরি করেছেন। পাল্টা পুরো প্রশাসক জানিয়েছেন, এটা পুরসভার উদ্যোগে তৈরি হয়েছে । তাঁর ব্যক্তিগত উদ্যোগে নয়। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি রবিন ভট্টাচার্য জানিয়েছেন, পুরসভা ক্ষমতাবলে মাঠ দখল করে বেআইনিভাবে এই উৎসব ভবনটি তৈরি করেছে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পুরো প্রশাসক উত্তম দাস । সামনে বিধানসভা নির্বাচন । তার আগে বিলাসবহুল এই উৎসব ভবনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক এখন চরমে পৌঁছেছে ।


এলাকার বাসিন্দাদের বক্তব্য যদি কম পয়সায় পুরসভা এই উৎসব ভবনটি উৎসবের জন্য ভাড়া দেয় তাহলে তারা খুশি ।