কলকাতা: বিবাহ বিচ্ছেদ মামলা চলাকালীন রহস্যমৃত্যু হল এক তরুণীর । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকায়।  বাড়ির কাছে জলাজমি থেকে উদ্ধার হল তাঁর রক্তাক্ত মৃতদেহ। স্বতঃপ্রণোদিত খুনের মামলা রুজু করেছে পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

পরিবার সূত্রে খবর, প্রতিদিন রাতে কলকাতা থেকে কাজ করে ফেরার পথে, বাজার সেরে বাড়ি ফিরতেন ওই তরুণী। গতকাল না ফেরায়, খোঁজ করেন পরিবারের সদস্যরা। সকালে বাড়ির কাছে একটি জলাজমি থেকে তরুণীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার সূত্রে খবর, গত তিনবছর ধরে তরুণীর বিবাহ বিচ্ছেদ ও খোরপোশের মামলা চলছিল। ঘটনার পর থেকে বেপাত্তা তাঁর স্বামী। ফলে সন্দেহের তালিকায় তিনি।
যদিও পুলিশের দাবি, সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তরুণী। সেই টানাপোড়েনের জেরে খুন কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।