নয়াদিল্লি: ভারত বিরোধী পোস্ট বাংলাদেশ করলে, তা মেনে নেওয়া হবে না। এবার কার্যত হুঁশিয়ারি দিল নয়াদিল্লি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহযোগী মাহফুজ আলমের মন্তব্যের জন্য তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।


কার্যত হুঁশিয়ারি দিল নয়াদিল্লি: সংশ্লিষ্ট মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশকে সতর্ক করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, জনসমক্ষে কে কী মন্তব্য করছেন সে সম্পর্কে আরও অনেক বেশি সতর্ক হতে হবে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, বাংলাদেশের নাগরিক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নয়াদিল্লি সম্পর্ক মজবুত করতে আগ্রহ দেখিয়েছে। কিন্তু নিজেদের মন্তব্য সম্পর্কে আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। 


এদিন সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, "আমরা এই বিষয়ে (মাহফুজ আলমের মন্তব্য) বাংলাদেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা বুঝতে পারছি যে, যে পোস্টটির কথা বলা হচ্ছে তা সরিয়ে ফেলা হয়েছে বা মুছে দেওয়া হয়েছে। আমার সব পক্ষকে বলছি, জনসমক্ষে কোন মন্তব্য করা হচ্ছে সেই বিষয়ে আরও সতর্ক হতে হবে। ভারত বারংবার সম্পর্ক মজবুত করার আগ্রহ দেখিয়েছে। কিন্তু এই ধরনের মন্তব্যকে কোনওভাবেই রেয়াত করা হবে না। এই ধরনের মন্তব্য করলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষকে।"


এদিকে বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার আট জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ। উদ্বেগের বিষয় হল, ধৃতদের মধ্য়ে মুর্শিদাবাদের বাসিন্দা দু'জন। এই ৮জনের মধ্য়ে পশ্চিমবঙ্গ থেকে ২জনকে অসম থেকে ৫জনকে ও কেরল থেকে ১ জনকে গ্রেফতার করে অসম পুলিশ। অপারেশনের নাম দেয় 'প্রঘাত'। আর সবচেয়ে চাঞ্চল্য়কর বিষয় হল, তদন্তকারীদের দাবি, ওসামা বিন লাদেনের 'আল কায়দা'র দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি এই জঙ্গি সংগঠনের টার্গেট ছিল শিলিগুড়ির 'চিকেনস নেক'। দিনকয়েক আগে চিকেনস নেক আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি শোনা যায় বাংলাদেশের কট্টরপন্থী ইসলামিক নেতার গলায়। সূত্রের দাবি,মু র্শিদাবাদ ও আলিপুরদুয়ারের ফালাকাটায় 'স্লিপার সেলে'র সঙ্গে বৈঠকও করে গিয়েছে ধৃত জঙ্গিরা। ভারতে এসে 'স্লিপার সেলে'র জন্য লোক রিক্রুটের চেষ্টা করছিল তারা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Panagarh News: আর্মি বেসে গ্রেফতার সন্দেহভাজন, উদ্ধার ৫টি মোবাইল, চাঞ্চল্য পানাগড়ে