বেগুসরাই: বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজ সিংহ। বেগুসরাইয়ের লোকজনকে তিনি বলেছেন, কথা না শুনলে সরকারি আধিকারিকদের ‘বাঁশ দিয়ে পেটান’। উল্লেখ্য, মাঝেমধ্যেই বিতর্কিত বয়ানের জন্য আলোচনার কেন্দ্রে উঠে আসেন গিরিরাজ। এরইমধ্যে বেগুসরাইয়ে একটি কৃষি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ওই বিতর্কিত মন্তব্য করলেন গিরিরাজ।মৎস্য, পশুপালন ও ডেয়ারি বিভাগের মন্ত্রী বলেছেন, তাঁর কাছে প্রায়ই অভিযোগ আসে যে, সরকারি আধিকারিকরা জনতার অভিযোগে কান দেন না। গিরিরাজ বলেছেন, আমি তাঁদের বলি, ‘এ সব ছোটখাটো ব্যাপারের জন্য আমার কাছে কেন আসেন। সাংসদ, বিধায়ক, গ্রামের মুখিয়া, ডিএম, এসডিএম, বিডিও—সবার কর্তব্য জনতার সেবা করা। যদি তাঁরা আপনাদের কথা না শোনেন, তাহলে দুহাতে বাঁশ তুলে নিয়ে তাঁদের মাথায় মারুন। এতেও যদি কাজ না হয়, তাহলে গিরিরাজ আপনাদের সঙ্গে রয়েছে’।
Giriraj Singh: সরকারি আধিকারিকেরা কথা না শুনলে ‘বাঁশ দিয়ে মারুন’, গিরিরাজের মন্তব্য ঘিরে বিতর্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Mar 2021 10:35 AM (IST)
উল্লেখ্য, মাঝেমধ্যেই বিতর্কিত বয়ানের জন্য আলোচনার কেন্দ্রে উঠে আসেন গিরিরাজ। এরইমধ্যে বেগুসরাইয়ে একটি কৃষি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ওই বিতর্কিত মন্তব্য করলেন গিরিরাজ।
গিরিরাজ সিংহ
Published at: 07 Mar 2021 10:34 AM (IST)