নয়া দিল্লি: বিশ্বজুড়ে সোমবার রোজ ডে উদযাপন হচ্ছে। এই গোটা সপ্তাহটিই ভ্যালেন্টাইনস সপ্তাহ হিসেবে পালিত হয়। সপ্তাহের প্রথম দিনই কপোত কপোতিরা একটি লাল গোলাপ একে ওপরকে দেন। ৭ তারিখ থেকেই শুরু হয় ভালবাসার এই সপ্তাহ। এদিকে এই ঘটনা নিয়ে নানা রকমের মজাদার মিম এবং কৌতুক তৈরি হয়েছে টুইটারে।
অনাদিকাল থেকেই গোলাপকে ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। অনেকেই রোজ ডে-এর ছবি দিয়েছেন সোশাল মিডিয়ায়। যা নিয়ে হাসির রোল তুলেছেন নেটিজেনরা। #RoseDay টুইটার এখন টুইটারে ট্রেন্ডিং। জোকসে ভেঙে পড়ছে সোশাল মিডিয়া। টুইটার ব্যবহারকারীরা সিনেমার দৃশ্য ব্যবহার করে সেই মিম বানিয়েছেন।
এক নজরে দেখে নিন সেই সব মিম-