লখনউ : উত্তরপ্রদেশ বিধানসভার ভোটে লড়ছে না তৃণমূল। তবে সমাজবাদী পার্টিকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । অখিলেশ যাদবের (Akhilesh Yadav) আমন্ত্রণে, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রচারে মঙ্গলবার লখনউয়ে ভার্চুয়াল সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বললেন, ‘বিজেপিকে হঠাতে অখিলেশকে সমর্থন করুন’ । অখিলেশের হয়ে গলা তুলে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তরপ্রদেশে বিজেপি হারলে, দেশেও বিজেপি হারবে’। বললেন, ‘অখিলেশ যাদব জিতলে বাংলা আর উত্তরপ্রদেশ মিলে শিল্প তৈরি হবে। আমরা একসঙ্গে পর্যটন শিল্পের উন্নতি করতে পারব’।
- ‘বিজেপি মিছিল করতে পারলেও, বিরোধীদের অনুমতি দেওয়া হয় না। বাংলার ভোটে তৃণমূলের হয়ে প্রচার করেছেন কিরণময় নন্দ, জয়া বচ্চন। । কিরণময়, জয়াকে তৃণমূলের প্রচারে পাঠানোর জন্য অখিলেশকে ধন্যবাদ’।
- ‘বাংলায় ভোটের সময় তৃণমূলকে সমর্থন করেছিলেন অখিলেশ। তাই তাঁকে ধন্যবাদ। বিজেপিকে হঠাতে অখিলেশকে সমর্থন করুন‘
- ‘১৫ তারিখ আমি বারাণসীতে যাব। ‘কুম্ভ মেলার মতো বাংলায় গঙ্গাসাগর মেলা হয়। উত্তরপ্রদেশ থেকেও প্রচুর মানুষ যান গঙ্গাসাগর মেলায়। আমরা কারও কাছে তাঁর ধর্ম জানতে চাই না’
- ‘ভোটের পর বিজেপির কাউকে দেখা যায় না। ভোটের পর কোকিলের মতো উবে যায় বিজেপি’
- ‘হাথরসের ঘটনার জন্য আগে মাফ চান, তারপর ভোট চাইবে। উন্নাওয়ের ঘটনার জন্য আগে মাফ চাও।’
- ‘পবিত্র গঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই লাশ তুলে তার সৎকার করেছি। কত মানুষের দেহ আপনারা গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন ?’‘তাঁদের পরিবারের কাছে ক্ষমা চান আপানারা’
- ‘কোভিডে যখন মানুষ মরছিল তখন যোগীজি কোথায় ছিলেন ? তখন আপনি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেছিলেন?’ মোদিকে খোঁচা
- ‘আমি শুনেছি স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রতিশ্রুতিই তো শুধু দিচ্ছেন। কোভিডে যে টিকা দিয়েছেন সে তো মানুষের টাকায়’
- ‘উত্তরপ্রদেশে যে টাকা বিনিয়োগ হয়েছে বলছেন সেই টাকা কোথায় গেল? সেই অর্থ পিএম কেয়ারে গেছে, অডিট হবে না বলে ? ’
- ‘কত পরিযায়ী শ্রমিক অনাহারে মারা গেছে। কোভিডে, কৃষক আন্দোলনে, এনআরসি আন্দোলনে বহু মানুষ মারা গেছে। তাদের সবার পরিবারের একজনকে রেলে চাকরি দিতে হবে, ম্যানিফেস্টোতে আগে সেকথা লিখুন’
- ‘কোনও আইন মানেন না আপনারা। দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে দেব না’
- ‘অখিলেশ যাদব জিতলে বাংলা আর উত্তরপ্রদেশ মিলে শিল্প তৈরি হবে। আমরা একসঙ্গে পর্যটন শিল্পের উন্নতি করতে পারব’
- ‘সাতমাস আমাদের দেশের কৃষকরা রাস্তায় বসেছিলেন। মন্ত্রীর ছেলে গাড়ি নিয়ে তাদের পিষে দিয়েছে। তার জন্য অন্তত ক্ষমা চাওয়া উচিত’
- ‘বিজেপি এখন ভারতের জন্য বিপজ্জনক রাজনৈতিক দল। মা-বোনরা যদি এককাট্টা হতে পারেন তাহলেই বিজেপিকে হারানো সম্ভব’
আরও পড়ুন :
সব গরিবকে এখন লাখপতি বলা যায়, রাজ্যসভায় বললেন মোদি
৩ মার্চ বারাণসী সফরে যাওয়ার কথা মমতা-অখিলেশের। সেদিন রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি কাশী বিশ্বনাথের মন্দিরে তাঁদের পুজো দেওয়ার কথা আছে।