কলকাতা: ১ নভেম্বর স্বামী-স্ত্রীর পরিচয়ে বাড়ি ভাড়া আসেন দুজনে। তার একদিন পরেই ঘর থেকে উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ!
মৃত যুগলের নাম রাজু মণ্ডল ও রিঙ্কি মণ্ডল। যুবকের বাড়ি জোকা এলাকায়। যুবতী দক্ষিণ ২৪ পরগনার উস্থির বাসিন্দা।
স্থানীয় সূত্রে দাবি, ১ নভেম্বর দুই যুবক, যুবতী স্বামী স্ত্রী পরিচয় দিয়ে পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জী রোডের একটি বাড়িতে ভাড়া নিতে যান।
এরপর মঙ্গলবার দুপুর ১২টা বেজে গেলেও এই যুগল ঘর থেকে না বেরোনোয় ডাকাডাকি শুরু করেন বাড়ির মালকিন।
সাড়া না পেয়ে পাশের জানলা দিয়ে উঁকি মেরে চক্ষু চড়ক গাছ বাড়ির মালকিনের!! সিলিংয়ের রড থেকে ঝুলছে যুগলের দেহ। দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয় দেহগুলি।
পর্ণশ্রী থানার পুলিশ এসে যুগলের দেহ উদ্ধার করে হাসাপাতালে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। কী কারণে মৃত্যু তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি যুগলের বাড়ির লোকের খোঁজ চালানো হচ্ছে।