কলকাতা: রাজ্যে শিল্প আনতে এবার শিল্পপতিদের নিয়ে সম্মেলনের আয়োজন বিজেপির। ডিসেম্বর কিংবা জানুয়ারিতে করার উদ্যোগ। কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনে ভার্চুয়ালে সম্মেলনের আয়োজনের প্রস্তুতি। শুক্রবার ইজেডসিসি-তে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথা জানাল গেরুয়া শিবির।
এদিন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, আমরা ক্ষমতায় আসতে চাই। আমরা কী করতে চাই তা মানুষকের কাছে রাখতে হবে। শিল্পে ঘুরে দাঁড়াতেই হবে। শিল্প রাজ্যে কোথায় দেখা যাচ্ছে?
শিল্প নিয়ে কীভাবে এগোতে হবে তা নিয়ে আমরা শিল্পপতি, শিল্পসংস্থাগুলির সঙ্গে আলোচনা করতে চাই। রাজ্য সরকার এসইজেড-এর বিরোধী। ডিসেম্বর, জানুয়ারি নাগাদ শিল্পপতি, শিল্পসংস্থার সঙ্গে কথা বলব। রাজ্যে এখন বিজনেস ট্যুরিজম হচ্ছে। আমরা চাই বাস্তবে বিজনেস হোক। পরিকাঠামো না থাকলে শিল্প হয় না। সরকারে এলে সেটা মাথায় রেখেই কাজ করব।
ভোটের আগে বিজেপির সাংগঠনিক রদবদল নিয়েও এখন গুঞ্জন চলছে। সূত্রের খবর। বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপির নতুন নির্বাচন কমিটি তৈরি হচ্ছে। এই কমিটির দায়িত্ব কেন্দ্রীয় স্তরের কোনও নেতাকে বিজেপির শীর্ষ নেতৃত্ব দিতে চাইছে বলে খবর।
এক্ষেত্রে মুকুল রায় এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তর নাম নিয়ে আলোচনা চলছে। সাম্প্রতিককালে বঙ্গ রাজনীতি নিয়ে দিল্লিতে বেশ সক্রিয় হয়ে উঠেছেন স্বপন দাশগুপ্ত। শুক্রবারই বঙ্গে শিল্পায়নের হাল নিয়ে তৃণমূল সরকারকে বিঁধে, বিজেপির উদ্যোগে শিল্প সম্মেলন করার ঘোষণা করেছেন তিনি।
সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে বদল হতে পারে বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক পদেও। বিজেপির একটি সূত্রে দাবি, দীর্ঘদিন বাংলার দায়িত্ব সামলানো কৈলাস বিজয়বর্গীয়কে অব্যাহতি দিয়ে বিজেপির ত্রিপুরা বিজয়ের অন্যতম কাণ্ডারি সুনীল দেওধরকে বঙ্গে আনা হতে পারে।
যদিও বিজেপির অপর একটি সূত্রের দাবি, মধ্যপ্রদেশের উপনির্বাচনের পরই কৈলাস বিজয়বর্গীয়কে বাংলায় ফিরতে বলা হয়েছে।
ডিসেম্বর বা জানুয়ারিতে রাজ্যে শিল্প সম্মেলনের তোড়জোড় বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Oct 2020 08:01 PM (IST)
প্রয়োজনে ভার্চুয়ালে সম্মেলনের আয়োজনের প্রস্তুতি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -