দক্ষিণ ২৪ পরগনা : শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনে চম্পাহাটি স্টেশনে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যাত্রী। ট্রেনের সংখ্যা কমানোয় ভিড় বাড়ার কারণেই দুর্ঘটনা। এই অভিযোগে সকাল ৮টা থেকে রেল অবরোধ শুরু করেন যাত্রীরা। এদিন চম্পাহাটি স্টেশন ছাড়ার পর আপ ক্যানিং লোকাল থেকে পড়ে যান এক যাত্রী। তারপরই উত্তেজনা ছড়ায়। সম্প্রতি শিয়ালদা ডিভিশনে চালক ও গার্ড মিলিয়ে শতাধিক রেল কর্মী করোনা আক্রান্ত হন। তারপর থেকেই কমানো হয়েছে ট্রেনের সংখ্যা।
চম্পাহাটি স্টেশন ছেড়ে শিয়ালদার দিকে যাওয়ার সময় রেলগেটের সামনে ওই যাত্রী ট্রেন থেকে পড়ে যান। তিনি গুরুতর জখম হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনার পরই যাত্রীরা রেল অবরোধ শুরু করেন। তাঁদের অভিযোগ, ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়ায় প্রত্যেক ট্রেনেই প্রচুর ভিড় হচ্ছে। এই কারণেই এ ধরনের দুর্ঘটনা। তাঁরা অবিলম্বে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, করোনার থাবা পড়েছে রেলের শিয়ালদা ডিভিশনেও। শতাধিক গার্ড ও চালক করোনা আক্রান্ত হওয়ায় ট্রেনের সংখ্যা কমাতে হয়েছে। মূলত লোকাল ট্রেন কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
এদিকে, বৃহস্পতিবারের পরিসংখ্যাণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন।
দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে রাজ্যে ফের রেকর্ড। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতাতেই ১ দিনে আক্রান্ত ৩ হাজার ৯০১ জন। উত্তর ২৪ পরগনায় ১ দিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৯১২ জন। সবচেয়ে বেশি ২৩ জনের মৃত্যু কলকাতায়।
এখনও পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ১০ হাজার ৯৯৫। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ২৪৮। সুস্থতার হার ৮৫.০২ শতাংশ। বর্তমানে হোম কোয়ারান্টিনে আছেন ৩৪ হাজার ৬৫৩। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস ১ লক্ষ ১০ হাজার ২৪১।