কলকাতা : গতকাল ছিল দুহাজার তিনশো নব্বই। আর আজ আরও প্রভাব বিস্তার করল করোনা। রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে সংক্রমিত দুই হাজার সাতশো তিরাশি জন। এই নিয়ে আট এপ্রিল পর্যন্ত রাজ্যে ছয় লাখ দুই হাজার আটশো সাতজন কোভিড আক্রান্ত হলেন। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে সাতজনের। মোট মৃতের সংখ্যা দশ হাজার তিনশো সত্তর জন।
করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। পরের স্থান হাওড়ার। গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে তিনজনের।
সবিস্তার পরে...