সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: সারা দেশের মতো রাজ্যেও চলছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপট। মারণ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ। প্রাণও হারাচ্ছেন অনেকেই। এরইমধ্যে পশ্চিম মেদিনীপুরের  ঘাটাল কোভিড হাসপাতালে উদ্ধার হল করোনা রোগীর ঝুলন্ত দেহ। হাসপাতাল সূত্রে খবর, সপ্তাহ দুয়েক আগে চন্দ্রকোণার বাসিন্দা ৪৫ বছরের শিবরাম ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়।
 তিন দিন আগে ছুটি হয়ে গেলেও, শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি। আজ সকালে হাসপাতালের ইন গেটের সামনে ওই রোগীর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। মানসিক অবসাদের জেরে আত্মহত্যা কিনা খতিয়ে দেখছে পুলিশ।  


 এদিকে, গত কয়েকদিন ধরেই রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমছে। গতকাল মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, ৩৫ দিন পর রাজ্যে করোনায় একদিনে ১০০-র নীচে নামল মৃত্যু। অন্যদিকে, ৬৩ দিন বাদে ১ লক্ষের কম সংক্রমণের সাক্ষী থাকল দেশ। সোমবারই রাজ্যে দৈনিক সংক্রমণ ৬ হাজারের নীচে নামে। মঙ্গলে আর একটু স্বস্তি বাড়াল রাজ্যের মৃত্যু পরিসংখ্যান। এদিন স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৯৮ জনের। ৩৫ দিন আগে ৩ মে রাজ্যে করোনায় মৃত্যু পরিসংখ্যান ছিল ৯৮।করোনায় মৃত্যু তারপর থেকে প্রতিদিনই ১০০-র গণ্ডি ছাড়িয়েছে।মৃত্যুর পাশাপাশি, আক্রান্তের সংখ্যাও বেশ কিছুটা কমেছে এদিন।স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী,একদিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৭। সোমবার সংখ্যাটা ছিল ৫ হাজার ৮৮৭।রবিবার ৭ হাজার ২ জন।
সংক্রমণ কিছুটা কমলেও উদ্বেগ কাটছে না উত্তর ২৪ পরগনার করোনা চিত্র নিয়ে।স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী এই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। আক্রান্ত ও মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী একদিনে আক্রান্ত হয়েছেন ৫২৮ জন। মৃত্যু হয়েছে ২১ জনের। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ২৯০  জন।