কলকাতা: রাজ্যে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সুজিত বসু। গত ২৮ মে দমকলমন্ত্রীর শরীরে সংক্রমণ ধরা পড়ে।
সম্প্রতি মন্ত্রীর বাড়িতে রান্নার কাজে নিযুক্ত পরিচারিকার জ্বর আসে। করোনা পরীক্ষা করালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই দমকলমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হয়।
দমকলমন্ত্রী সুজিত বসু, তাঁর স্ত্রী এবং বাড়ির আরও পরিচারকের রিপোর্ট পজিটিভ আসে। তবে তাঁর করোনার কোনও উপসর্গই ছিল না। সেই জন্য প্রথমদিকে বাড়িতেই সেল্ফ কোয়ারেন্টিনে ছিলেন মন্ত্রী।
তবে একে একে করোনা পজিটিভ হন তাঁর স্ত্রী ও ছেলেও। তাই চিকিৎসকদের পরামর্শ মেনে গত বুধবার বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। আজ রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁকে ছুটি দেওয়া হয়। এদিন সন্ধে থেকেই হাসপাতালের বাইরে ছিল অনুগামীদের ভিড়। পাড়াতেও পুষ্পবৃষ্টি করে তাঁকে স্বাগত জানান এলাকার মানুষ।
করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সুজিত বসু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jun 2020 09:50 PM (IST)
গত ২৮ মে দমকলমন্ত্রীর শরীরে সংক্রমণ ধরা পড়ে...
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -