কলকাতা: বৃহস্পতিবার রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা প্রথমবার হাজার পেরিয়ে রেকর্ড তৈরি করেছিল। শুক্রবার তা ভেঙে, ফের তৈরি হল নতুন রেকর্ড।
স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৯৮। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ১০৯।
২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ২৬ জন করোনা আক্রান্তের। এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা ৮৮০।
সংক্রমিত ও মৃতের সংখ্যার নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় চারশো ছুঁইছুঁই (৩৭৪)। মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৪২। মৃতের সংখ্যা ৪৭০।
উত্তর ২৪ পরগনাতেও ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ পেরিয়েছে (৩২৮)। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৪৫। মৃতের সংখ্যা ১৫৬।
হাওড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩০ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৯৫। মৃত্যু হয়েছে ১২১ জন করোনা আক্রান্তের।
স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২২ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৪৮ জন। সুস্থতার হার ৬৩.৯৯ শতাংশ।