কলকাতা: রাজ্যপাল জগদীপ ধনকরের জন্য সিআরপিএফ নিরাপত্তা-সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে অনুরোধ রাজ্য সরকারের। খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। আর্জিতে বলা হয়েছে, ‘সাংবিধানিক প্রধান হিসেবে নিরাপত্তার দায়িত্ব রাজ্যের। আগাগোড়া রাজ্যপাল পান জেড ক্যাটেগরি নিরাপত্তা। তাহলে কেন আলোচনা না করে সিআরপিএফকে দায়িত্ব? রাজ্যের দেওয়া নিরাপত্তা নিশ্ছিদ্র।’ রাজ্য সরকারি আধিকারিককে উদ্ধৃত করে খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে।