কলকাতা : শেষ হল লোকসভা ভোট। তীব্র গরমের মধ্যেই প্রায় দেড় মাস ধরে চলতে থাকা ভোটপর্বে ইতি পড়ল। এবার কোন দল শেষমেশ দেশবাসীর হৃদয় জিততে পারল তা জানার পালা। তবে, তার জন্য মাঝের ২ ও ৩ তারিখ অপেক্ষা করতে হবে। কারণ, ৪ জুন বেরোবে লোকসভা ভোটের ফল। একদিকে বিজেপি নেতৃত্বাধীন NDA, তো অন্যদিকে কংগ্রেস-সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের সম্মিলিত মঞ্চ I.N.D.I.A জোট...কারা শেষমেশ শেষ হাসি হাসতে চলেছে জানা যাবে ওইদিন। কিন্তু, তার আগেই দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে যা ফলাফল হতে পারে বলে অনুমান করা হচ্ছে, তা-ই আজ প্রকাশ করেছে একাধিক সংস্থা। অধিকাংশ সংস্থারই বুথ ফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের ক্ষমতায় প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে। কিন্তু, দেশের মূল দু'টি দল বিজেপি ও কংগ্রেস এককভাবে কতগুলো আসন পাবে ? C VOTER সমীক্ষায় উঠে এল সেই তথ্যও। এই সমীক্ষা অনুযায়ী, বিজেপি এককভাবে ৩১৫টি আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ৭৪টি আসন। এছাড়া শতাংশের বিচারে বিজেপি পেতে পারে ৩৮.৯ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ২১.৪ শতাংশ। তবে, বিজেপি ৪০০ পেরনোর কথা বললেও, সমীক্ষায় সেরকম কোনও ইঙ্গিত প্রায় মেলেনি বললেই চলে। অবশ্য, এবারের ভোটেও গেরুয়া শিবির নেতৃত্বাধীন NDA জোট দারুণ ফল করতে চলেছে।


একবার দেখে নেব কোন সমীক্ষায় কী উঠে এল ?


News Nation তাদের সমীক্ষায় বলছে, দেশজুড়ে ৩৪২টি থেকে ৩৭৮টি আসন পেতে পারে NDA। I.N.D.I.A ব্লক পেতে পারে ১৫৩-১৬৯টি আসন। অন্যান্যরা পেতে পারে ২১-২৩টি আসন।


MATRIZE-এর সমীক্ষা অনুযায়ী, ৩৫৩ থেকে ৩৬৮টি আসন পেতে পারে NDA। I.N.D.I.A ব্লক পেতে পারে ১১৮ থেকে ১৩৩টি আসন। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৪৩ থেকে ৪৮টি আসন।


JAN KI BAAT -এর সমীক্ষা অনুযায়ী, এবার ৩৬২ থেকে ৩৯২টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন NDA। অন্যদিকে, ১৪১ থেকে ১৬১টি আসন পেতে পারে I.N.D.I.A ব্লক ।  অন্যান্যরা পেতে পারে ১০ থেকে ২০টি আসন। 


D DYNAMICS-এর সমীক্ষাও বিজেপির ক্ষমতায় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছে। তাদের মতে, ৩৭১টি আসনে জিতবে NDA জোট। I.N.D.I.A ব্লক পেতে পারে ১২৫টি আসন। ৪৭টি আসনে জিততে পারে অন্যান্যরা।


এছাড়া PMARQ-এর সমীক্ষা অনুযায়ী, ৩৫৯টি আসন পেতে পারে NDA। ১৫৪টি আসন যেতে পারে I.N.D.I.A ব্লকের ঝুলিতে। ৩০টি অন্যান্যরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।