কলকাতা: পোশাকের উপর বর্ধিত কর বসানো নিয়ে শুরু থেকেই আপত্তি তুলে আসছিলেন তিনি। এ বার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করলেন বাংলার প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra)। পোশাকের উপর বর্ধিত পণ্য পরিষেবা কর (Goods and Service Taxes/GST) চাপানোর তীব্র প্রতিবাদ করেছেন তিনি। অমিতের দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্তে দেড় কোটি মানুষ কাজ হারাবেন।


রবিবার টুইটারে বর্ধিত জিএসটি নমিয়ে সরব হন অমিত। তিনি লেখেন, ‘১ জানুয়ারি থেকে বস্ত্রশিল্পের উপর ৫ থেকে বাড়িয়ে ১২ শতাংশ হারে জিএসটি বসিয়ে সাঙ্ঘাতিক ভুল করতে চলেছে মোদি সরকার। এতে দেড় কোটি মানুষ কাজ হারাবেন। বন্ধ হয়ে যাবে ১ লক্ষ প্রতিষ্ঠান।সাধারণ মানুষের উপর খাঁড়া নেমে আসার আগে, জিএসটি পরিষদের বৈঠক ডেকে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করুন’।




গত ১৮ নভেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) পোশাকের উপর জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন। গোটা দেশে করের হারে সমতা রাখতেই এমন সিদ্ধান্ত বলে সেই সময় জানান নির্মলা। তার ফলে ১০০০ টাকা দামের পোশাকে ৫ শতাংশের পরিবর্তে ১২ শতাংশ জিএসটি চাপানো হয়। নির্মলা জানান, সস্তার জামাকাপড়ের উপর বাড়তি কর বসানো হলে রাজকোষে ৭ হাজার কোটি টাকা জমা পড়বে।


আরও পড়ুন: Farm Laws: তিন কৃষি আইন ফেরাবে না কেন্দ্র, নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন কৃষিমন্ত্রী


কিন্তু শুরু থেকেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন অমিত। এর আগে, শনিবার ভার্চুয়াল সাংবাদে কড়া ভাষায় কেন্দ্রীয় সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। দাবি করেন, বর্ধিত জিএসটি-র ফলে ভয়ঙ্কর ক্ষতি হবে। দেশে বস্ত্রশিল্পে ৫.৪ লক্ষ টাকার বিনিয়োগ জড়িয়ে। ৪ কোটি মানুষের জীবিকার প্রশ্নও জড়িয়ে রয়েছে এর সঙ্গে। কর বাড়লে ছোট কারখানাগুলি ঝাঁপ ফেলে দেবে। তাতে বহু মানুষ কাজ হারাবেন। কেন্দ্রের এই সিদ্ধান্তকে একতরফআ বহলেও কটাক্ষ করেন অমিত।