আশাবুল হোসেন ও রঞ্জিত সাউ, কলকাতা : পাখির চোখ শিল্প। কাল থেকে শুরু হচ্ছে ২দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Business Summit)। তৃতীয়বার ক্ষমতায় আসার পরে কাল থেকে প্রথম শিল্প সম্মেলন। বিনিয়োগ টানতে মরিয়া রাজ্য সরকার। কাল শিল্প সম্মেলনে থাকতে পারেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি (Gautam Adani)। ইতিমধ্যেই তাজপুর বন্দরে আগ্রহ দেখিয়েছে আদানি গোষ্ঠী। 


এদিন রাজ্যের আমন্ত্রণে নৈশভোজে যোগ দেন সস্ত্রীক রাজ্যপাল। সংঘাত দূরে সরিয়ে নৈশভোজে বিধানসভার অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের সঙ্গে বসে গল্পও করেন সস্ত্রীক রাজ্যপাল। এবারের সম্মেলনে থাকছে ব্রিটেনের ৪৯জন প্রতিনিধি। যোগ দিচ্ছে আমেরিকা,  জাপান, চিন, রাশিয়া, নেদারল্যান্ডস, ভুটান-সহ ১৯টি দেশের প্রতিনিধিরা। রাজ্যের ১২০০ জন তরুণ শিল্পোদ্যোগীও ২দিনের এই শিল্প সম্মেলনে যোগ দেবেন।


এদিকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রী কি আসবেন ? নরেন্দ্র মোদির আসা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নবান্ন বা প্রধানমন্ত্রীর দফতরের তরফে এ’নিয়ে কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। পাল্টা, কটাক্ষ করেছে তৃণমূল।


রাত পোহালেই শুরু হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। কিন্তু, এখনও পর্যন্ত লাখ টাকার প্রশ্ন হল, এই শিল্প সম্মেলনে প্রধানমন্ত্রী আসছেন কি আসছেন না ? নবান্ন কিংবা প্রধানমন্ত্রীর দফতরের তরফে এ নিয়ে এখনও পর্যন্ত সরকারি স্তরে কিচ্ছু জানানো হয়নি! তবে নানা ঘটনা প্রবাহ থেকে প্রধানমন্ত্রীর বাংলার এই শিল্প সম্মেলনে না আসার সম্ভাবনাই জোরাল হচ্ছে।


গত বছর নভেম্বরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী বিশ্ব বঙ্গ সম্মেলনে আসার আমন্ত্রণ গ্রহণ করেছেন! বুধবার থেকে শুরু হচ্ছে দু’দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। কিন্তু, তাৎপর্যপূর্ণভাবে সম্মেলনের আমন্ত্রণপত্রে রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর পাশাপাশি .মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মুখ্যসচিবের নাম থাকলেও, প্রধানমন্ত্রীর নাম নেই। এর থেকেই মনে করা হচ্ছে, যে প্রধানমন্ত্রী আসছেন না।


সম্প্রতি PIB’র তরফেও জানানো হয়, বুধবার পর্যন্ত গুজরাতে রয়েছেন নরেন্দ্র মোদি। বুধবার, সকাল থেকে বিকেল পর্যন্ত পর পর কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ফলে, গুজরাতের কর্মসূচি সেরে, বুধবার কলকাতায় শিল্প সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী আসার সম্ভাবনা ক্ষীণ বলেই অনুমান করা হচ্ছে! পিআইবি-র তরফে জানানো হয়, আগামী ১৮ থেকে ২০ এপ্রিল গুজরাতে থাকবেন নরেন্দ্র মোদি। ফলে ২০ এপ্রিল গুজরাতের কর্মসূচি সেরে কলকাতায় শিল্প সম্মেলনের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী আসতে পারবেন কিনা, সে ব্যাপারে সংশয় তৈরি হয়। 


উল্লেখ্য, নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন ১৪টি দেশের প্রতিনিধিরা। রাজ্যের শিল্পপতিদের পাশাপাশি, উপস্থিত থাকতে পারেন আম্বানি গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি ও আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি।